প্রেমের কবিতা || পাতা ~ ২০




পোস্ট বার দেখা হয়েছে

পারো যদি ফিরে এসো

নিকাশ মালিক


অনেক স্বপ্ন নিয়ে তুমি এসেছিলে 

এ হৃদয় মাঝে

বলেছিলে ভালোবাসি,

কি যে ভুলে চলে গেলে

কেড়ে নিলে হাসি!


বিষণ্ণন্তায় ভরা জীবন 

ভেবে সর্বনাশ,

বোঝেনা যে অবুঝ মন 

তোমাতেই করে বাস।


তুমি সুন্দর, সুন্দর তব

 কথায় মালা হৃদয় জুড়ানো,

মনের বাগানে প্রিয় গোলাপ

যা আছে সাজানো।


হয়তো তুমি থাকবে সুখে

আমায় কাঁদিয়ে,

বাসবো ভালো সারাজীবন 

তোমার স্মৃতিই  নিয়ে।


হাজার কষ্ট বুকে নিয়ে

জীবন যদি যায় গো চলে

হৃদয় মাঝে তুমি,

অন্য কারো নয়তো কথা-

মন ভাবে তোমার কথা

জানে অন্তর্যামী।


পারো যদি ফিরে এসো 

সব দুঃখ ভুলে

চির দিনের হব সাথী 

পরাব মালা গলে।

=====

সঙ্গোপনে

কে দেব দাস


যাহারে আমি চাই-এই মন প্রাণ সঁপিতে;

তাহারে আমি-পাই নাই,পাই নাই দেখিতে।


সে-যে, শুধু আছে গোপনে- আমার কল্পনায়; হৃদয়ের ব্যাথা বেদনার আড়ালে-সঙ্গোপনে।


এস হে-প্রিয়, আজি সার্থক কর-মোর স্বপ্ন;

দখিনা বায়ু, বহিয়া আন আজি-হৃদয় কুসুম কাননে।


এই যৌবন মোর, কর সুন্দর-মুক্ত পবনে;

ছড়িয়ে দাও, তোমার পরশ-উন্মুক্ত গগনে।


বিরহ-বেদনার আছে যত গ্লানি, পুঞ্জিভূত-মম হৃদয়ে;

হাতড়ে বেড়ায়  মন-সঙ্গোপনে তোমার অন্তরে।


আজিকে-কর তুমি অপেক্ষার অবসান;

মিলিতে পাই যেন কুঞ্জবনে-দখিনা পবনে।

====

একটু দাঁড়াও!

দে বা শী ষ ভ ট্টা চা র্য্য


একটু দাঁড়াও!
বিশৃঙ্খলার মতো নয়, ফুলে ফুলে ভ্রমরের মতো নয়,
আবছায়া শৈশব কিংবা নিস্তেজ অতিথি ফুঁড়ে -
রাত নামাও আমার কার্নিশ জুড়ে,
সামগ্রিক হল্লা - হৈচৈ তো সইতেই হবে,
গ্রহণযোগ্যতা থাক; বাকিটুকু লুস মোশনের মতো ফিকে রং,
আর ভবিতব্যের ভারাক্রান্ত পৌঁছে চলায় আমি প্রবেশ করি রংচঙে ফানুস সেজে,
উড়তে চেয়েছি তোমাকে ও তোমাদের সাথে নিয়ে,
পরিস্থিতি রুজির কল্পনা আনে
আনে যেখানে যা কিছু মিটিয়ে দেওয়া যায়নি কখনও !

একটু দাঁড়াও -
ঘাসের মতো নয়, মাছের চোখের মতো নয়,
দুচোখে জল ভরে শোকের মতো নয়,
তোমাকে কেউ দয়া করবে না,
কেউ ভাববে না কোথাও ফেলে এসেছো প্রিয় ফুল
ততদিনে তুমি একলা হতে হতে নিজস্ব বডি গার্ড হয়ে গ্যাছো -
ভাবতে ভাবতে ভাবনারা নেই
গোছাতে গোছাতে অগোছালো হয়ে যাওয়া বৈশাখী

প্রেমে দাঁড়াতে পারো আলো হয়ে,
একটু দাঁড়াও আকাশের মতো ,
এখনও চিনে নিতে বাকি
যতো মেঘ ভেসে যাবে পথে

একটু দাঁড়াও!
স্বয়ংক্রিয় স্বপ্নের মতো
ভালোবেসে ফিরে যেতে নেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ