প্রেমের কবিতা || পাতা ~ ৬




পোস্ট বার দেখা হয়েছে

তোমাক হাজার বছর দেখি না 

ডা.অমল কুমার বর্মন 


তোমাকে হাজার বছর দেখি না,

তবুও মনে হয় প্রতিদিন হাজার বার দেখি --

আমার স্বপ্ন তোমার বুকে রাখি ,

যেন পাখির বুকে পাখি ঘুমায় সুখে---

                     দিচ্ছে উঁকি !


তোমাকে হাজার বছর দেখি না,

তবুও নক্ষত্রের মতো জ্বলজ্বল করছো মেঘে

ঢাকা আকাশে --

তুমি আসবে বলে যাই উড়ে বাতাসে --

সরাব ভাসতে থাকে থৈ থৈ গ্লাসে ।


তোমাকে হাজার বছর দেখি না,

হৃদয় দিয়ে হৃদয় ছুঁই--

যেন বাগানে ফোঁটানো জুঁই  !


 ***************

 কিচ্ছু যায় আসে না আমার 

ডা. এ এম আসিফ রহিম


কবিতার সাথে আজন্ম সখ্যতা ছিল 

না আমার কোন কালেই 

তবু শিশির ভেজা গোলাপের মাঝে আমি মহামানব 

খুজেছি চিরকাল 

স্পর্ধিত সাহসে শীতে কাপা কুয়াশায় ছুটে গেছি 

ক্যান্টনমেন্ট এ কড়া নিরাপত্তা বলয়ে 

শুধু এক নজর দেখব দুটি কথা হবে প্রেমের সংলাপে 

আজ কিংবা কাল। 

পাহাড়ের উচ্চতা কিংবা নীল আকাশের বিশালতা পরিমাপ 

করা আমার দ্বারা কখনো হয়নি 

তবু অশ্রুজলে আবেগে একাকার হয়ে আমি তোমাকে 

খুজে গেছি বারবার 

কখনো নিজের নয় জেনেও নিয়তির সরিসৃপের সাথে 

ছক্কা পাঞ্জা খেলে গেছি 

সে শুধু একবার আলিঙ্গন করব এই আশায় চোখ চোখ য়

রাখব কোনদিন আবার। 

বরফে আচ্ছাদিত হিম হিম হাড়ে লাগা বাতাসেও আমি 

খুজেছি প্রনয়ের চুম্বন 

ছুটন্ত অনুভবে হাতে হাত রাখা শিহরনে আমি ভালবাসাকেহ ভেঙ্গে দেখেছি দিনরাত 

শুধু তোমার মুখে ওটা কিছু নয় কবিতার আবৃত্তি শুনব বলে 

তাতে দুটি হৃদয়ের উত্তাপে আসলে আসুক মৃত্যু কিংবা যবনিকা হউক হায়াত 

আমার কিচ্ছু আসে যায় না তাতে 

বিশ্বাসে ভর করা আশ্বাসে তবু এই ছেলেমানুষী হবে আমার 

হয়ত আবার অন্য কারো চোখ নিবন্ধ করবে অনুতাপ কেউ 

হবে একান্তই তোমার। 

*********

অজান্তেই

সুশীল কুমার দত্ত 


 ঝিনুকের বুক চিরে---মুক্তো পেতে উৎসুক আমি

জানিনা, তা ব্যর্থ পরিহাস কিনা?

অনর্গল হাতড়ে বেড়াই খোলসে খোলসে,/

 ঝিনুক হাসে ক্রূর হাসি, স্বপ্ন দেখি রাত্রির গভীরে,

 কারণ স্বপ্ন দেখতে ভালোবাসি,

 রাত জাগা চাঁদ কত কথা বলে যায় এসে।

 মুক্তোর মালায় সাজি নানান রূপে,আবার

সাজাতে চাই প্রেয়সী তোমায়।

 নির্ঘুম রাত শেষ হলে ভাবি,

 মায়াবী জোৎস্নায় ভরা দুঃস্বপ্নের ইতিহাস।

 এখন আমি আর মুক্তোর লোভে ঝিনুক খুঁজি না।

অশান্তির নিবাসে দু'দন্ডের শান্তি পেতে তোমার সান্নিধ্য

চেয়েছিলাম, তুমি অজান্তেই সরে গেলে বট বৃক্ষ তলে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ