প্রেমের কবিতা || পাতা ~ ৭




পোস্ট বার দেখা হয়েছে

 

স্বপ্ন 

প্রসেনজিৎ মজুমদার 


তোমায় নিয়ে পাহাড় যাবো

নীল আকাশের ডানা হবো,

তোমার বুকে রাখবো মাথা

স্বপ্ন দেখবো অচিন গাঁথা,

তোমায় নিয়ে বাঁধবো ঘর

সেথায় হবে সবাই পর, 

আমি তুমি দুজনাতে

চুপটি করে সবুজ ঘাসে

হাতের ওপর রাখবো হাত।

সূর্য যখন তলিয়ে যাবে

আমার বসে পাহার ঘেঁষে 

স্বপ সাজাই মিলেমিশে।


************

 বসন্তের ডাক

রুম্পা চ্যাটার্জী


তোমার জন্য ফুটুক ফুল,

        আসমানেতে চাঁদ, 

তোমার জন্য শতাব্দীগুলো

         হয়েছিল বরবাদ। 


তোমার জন্য আগুন রাঙা 

          বসন্ত হলো সই, 

অনুভবেতেই বিরাজ করো,

        তোমায় ছুঁতে পারছি কই। 


ডাকছে শুনো ফাগুনপাখি

         একলা নিরালায়,

ওর গানেতে  বিরহী সুর

         আমারেও কাঁদায়। 


লাল পলাশ আর কৃষ্ণচূড়া 

        ফুটবে আবারো জেনো,

 সেদিন নাহয় আমার জন্য

        একগোছা ভালোবাসা এনো। 


************

ঘুমন্ত নদীচরে  সামিয়ানা

বাসুদেব সেন


জীবনের খোলা চরে কালরাত্রি মেঘে ঢেকে যায় 

অবসাদ  নিস্তেজ শরীর ।


চেনা চেনা লাগে , কোথায় দেখেছি ! কে তুমি পাশে ?

আপাদমস্তক ছুঁয়ে নিতে চাই 


পাশে বোসো রানি ! শুয়ে পড়ো ।

মাথায় কিলবিল করছে আজ অজগর সাপ


জানিনা কখন যাবো , প্রতিক্ষায় আছি,

মৃত্যু ঘুমিয়ে আছে পাশে ।


বিধ্বস্ত সেতু আর মেহগনি গাছের আবলুস,

বৃষ্টির শব্দ শোনে পুকুরের শিঙি মাছ একা


গরম বালিয়াড়ি থেকে বর্বর ঝড়ের দাপট


কী হবে শরীর ধুয়ে ? চলো আজ সমুদ্রেই মিশি


কৃষ্ণচূড়ার লালে ছেয়ে গেছে পথ, আকাশে ফানুস ;

বিচার হুকুম মেশে সীমানার গভীর শেকড়ে, শাসন গুহায়


সময় কম, অন্ধকারে সঙ্গম সুগম, হেতালের লাঠি,

চকমকি জ্বালিয়ে এসো

 পুজো হবে চরে অজাত শ্মশানে 

এই সামিয়ানা তলে 

নিশ্চুপ রাতে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ