প্রেমের কবিতা || পাতা ~ ১৫




পোস্ট বার দেখা হয়েছে

প্রেম শাশ্বত

তপন কুমার চট্টোপাধ্যায় 


অঙ্কের শুরু থেকে শেষ পর্য‍্যন্ত,

প্রেম সাগরের আদি থেকে অনন্ত,

সমস্ত প্রত‍্যাশাই প্রেমের নৌকার হাল,

অপেক্ষায় থাকব নাজানি কত সাল,

শাস্বত প্রেম বেঁচে থাকে শত সহস্ত্র যুগ,

ভালোবাসার ঈশ্বরিক মার্গদর্শন দেখায় দ্বাপর যুগ,

প্রেমের দর্পণে ভালোবাসা জীবন সমুদ্রের কল্লোল,

জোৎস্না ভেজা রাতে প্রেম যমুনা উতরোল,

জীবনের উপসংহারে প্রেম যেন শ্রাবণধারা,

বৃন্দাবনে কদমতলে নীলযমুনা  পাগলপারা।

=====

 কিছু লাইন ভেবেছি........ 

পাপু মজুমদার


সেদিন রাতে

স্বপ্নীল ট্রেনে বসে

অনেক কবিতা ভেবেছি, 

রাত আর গভীর অন্ধকার

গ্রামগুলো শহরে

সবুজের মাঠ, শান্ত মেঠো পথে

মিলেমিশে গেছে..... 

আমি অনেকবার

তোমায় দেখেছি

চিৎকার করে বলেছি

সৃজা, 

আমায় হারিয়ে যেতে দিও না! 

দূর পথেরা বড়ই নিষ্ঠুর

আর

কি আমায় তোমার কাছে

নিয়ে আসবে  ? 

'শুধু তোমাকে' নিয়ে

কিছু লাইন ভেবেছি, 

লিখব তোমায় সামনে রেখে..... 

আমার কলম কেড়ে নিও না

আমায় অঠিকানায় ছুড়ে ফেলে দিও না ! 

গোলাপের গুচ্ছ

এ বুকে সাজিয়ে

বহু বৃষ্টি ঝড়িয়েছি 

দেখ চেয়ে ঐ যে মেঘগুলো

সেগুলোই আমার বুকফাঁটা ঠোঁট চাপা কান্না..... 

ট্রেন চলছে তার গতিপথে

আমি শেষ ট্রেনে

তুমিহীন! 

এ কেমন তোমার নারকীয় ছলনা

তবুও

কেন তোমায় আজও ভুলে যাওয়া গেল না! 

এরজন্য

আমি তোমার কাছে ক্ষমাপ্রার্থী...... 

====

সীমাবদ্ধ আগুন

শঙ্খ চক্রবর্তী


তুমি নির্যাতিত, নিপীড়িত। 

তবু তোমার জন্য আমি 

জ্বলে পুড়ে খাক। 

একরাশ ছাই, গোলাপের

গন্ধ ছড়ায়। 

অন্ধকার, অল্প আলোয় 

করেছে অবাক। 

নির্যাতন, নিপীড়ন, অসম্মান। 

তবু সীমাবদ্ধ আগুনেই আমি, 

জ্বলে পুড়ে খাক। 

====

 বন্ধু হয়ে এসো

শ্রী অভিজিৎ ঘোষ


পঙক্তি থেকে হয়ে ওঠো গলার মালা,

খাতা থেকে আজ বেরিয়ে এস

ছড়িয়ে পড় দিগন্তের গগনে।

ছন্দ হয়ে ওঠো জীবনপথ,

আজ কলমের নয়

আঙুলের ছোঁয়ায় ভাসিয়ে দাও আমায়।

কাব্য থেকে বেরিয়ে,

আজ হয়ে ওঠো প্রিয় বন্ধু।

কথা ক‌ও আমার সাথে

যে কথায় মরণ হবে প্রকৃতির।

তুমি আজ কবিতা নয়

আজ বরং বন্ধু হয়ে পাশে বসো,

হেঁটে যাও কিছু পথ আর

গেয়ে যাও দুটো কলি...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ