দর্পণ পত্রিকা || কবিতা গুচ্ছ ~ রুম্পা চ্যাটার্জী




পোস্ট বার দেখা হয়েছে

আকাশ ও মাটি


মাটি বলে আকাশকে,তোর কতো সুখ,

কতো দুঃখে ভরা আছে আমার এ বুক।

সবার পায়ের নিচে পড়ে শুধু থাকি,

বিষাদের ছবি মনে দিনরাত আঁকি।

আকাশ বললো হেসে,শোনো ভাই মাটি,

জেনে রাখো,তুমিই যে সবচেয়ে খাঁটি।

তোমার পরশ পেয়ে ধন্য ভুবন,

আমার পরশ পায় বলো কয়জন?

আমি তো শূন্য কেবল,ঠিকানা যে নাই,

জনমে মরণে ওই মাটিতেই ঠাঁই।

ধরাধাম সব তোমার ওই বুকে,

আশ্রয় পেয়ে কতো আছে মহাসুখে।

আমার কদর শুধু কবির খাতায়,

কোনজন এসে বলো সই পাতায়?

দূর থেকে চেয়ে দেখি তোমাকেই শুধু,

আমার এ বুকভরা মহাশূন্য ধু ধু।

======

এসো স্মরি একুশেরে


বাংলা ভাষা রক্ষায় যাঁরা দিয়েছে তাঁদের প্রাণ

স্মরণে বরণে প্রণমি তাঁদের, তাঁরা, অমর,অক্ষয়,অম্লান।

১৯৫২ সালের ২১ শের এমনি এক দিনে

বরকত সহ কতো যে রক্ত ঝরালো জনে জনে।


তাই একুশ শুধু তারিখ নয়,

একুশ মানেই বাংলাভাষার জয়।

একুশ মানেই সকালের সেই প্রভাত ফেরী

একুশ মানেই মনে পড়ে যায় লালপেড়ে সাদা শাড়ি।

একুশ মানেই রক্তে লাল,ভাষার সীমান্ত

একুশ মানেই মিলেমিশে সব আদি আর অন্ত।

একুশ তোমায় স্মরণে রাখতে সেদিন লড়েছিল যাঁরা

তাদেরই জন্য তোলা থাক আজকের সন্ধ্যা তারা।


স্মৃতির পাতায় যখনই ভাসে সেই বিষণ্ণ দিনের কথা

যতো ভাবি,ততোই যেন পাই মনে বড়ো ব্যথা।

লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এলো যে বিজয় নিশান

প্রয়োজনে আবারো রক্ত দেবো, রাখতে বিজয়ের মান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ