প্রেমের কবিতা ~ পাতা ২




পোস্ট বার দেখা হয়েছে

ছুঁয়ে যাই আবেশে

রাণা চ্যাটার্জী 


তোকে একবার শুধু ছুঁয়ে দিতে চাই ,

     দেখি বারে বারে,ফিরে ফিরে তাই।

মন উঠোন জুড়ে,স্নিগ্ধ ভোরে, ছন্দ সুরে,

 তোকে কবিতায় চাই,প্রেমের স্পর্শে পাই।

সমধুর দখিনা হাওয়ায়  আঙিনায়,

ছুঁয়ে যাই,গা ভাসাই,চোখে হারাই,তোকে চাই।


কত শিহরণ,নোটিফিকেশন,রাত জাগরণ শেষে

ছুটে আসি,ভালোবাসি, নিবিড় ছায়ায় ছদ্মবেশে 

কেন যে এমন, ভীষণ রকম,হতাশা চরম মেশে!

তবু বারে বারে,আসি সব ছেড়ে 

যেখানেই থাকি ভাবি কাছে ছুটে যাই,

ভালবাসি তাই,অনুভবে পাই,ধরা দিতে চাই।


  তুই বুঝে গেলে,যদি সব কিছু ফেলে,

       প্রেমের পরশ দিস  উড়িয়ে ডানা মেলে ,

   হৃদয়ের ঘরে এলোমেলো ঝড়ে ,

আকাঙ্ক্ষার মেঘদল,অঝোর ধারায় ঝরে !

এভাবেই আছি,দূরত্ব বাধা নয়,টানে কাছাকাছি,

ঐ সাগর পারে,মেঘ রোদ্দুরে হৃদয় পাগল করে।


তুমি তুমি মন,তোলে আলোড়ন,কত শিহরন,

   ভাবনায় ডুব,মিস করি খুব,শয়নে স্বপন!

       প্রতিদিন ভাবি,যদি হতে পারি কবি,

     একছুটে নিয়ে আসি  তোর নাকছবি।


   যদি  চাস, হাতড়াস স্মৃতির দেরাজ,      

     অলিগলি শৈশব সুখ স্মৃতির সাজ।

আজও ভালবাসি প্রিয়,নেই সন্দেহ,

চির সবুজ প্রেম শাশ্বত, নয় এটা মোহ।

এভাবেই থাকা,স্মৃতি সুধা মাখা,গভীরতা ঢাকা

  পাশে থাক বন্ধু,আজীবন  ছুঁয়ে ছুঁয়ে থাকা।

************

রাত্রির ধ‍্যানে মগ্ন উপাসক

বিবেকানন্দ নস্কর


কাল সারারাত  রাত ছিল 

ছিল না অন্ধকার !

আবছা মুখের ভিড়ে ডুবে গেল চাঁদ

দৃষ্টির অন্ধত্বে স্বপ্নেরা খেলা করে ।


আকাশ  রাত্রি  হয়ে মাথায়  নামে

অন্ধ বাতাস পেল না হারিয়ে যাওয়ার  পথ

এ পৃথিবী  এখন অন্ধত্বকে ভালোবাসে

রাত্রি বুঝি পটভূমি তার।


রাতের পাখিরা উড়াল দিলে

অন্ধকার  সরে সরে যায়

রাত শিস দেয়

পাখিদের ডানা হতে ঝরে পড়ে আলোর আভাস।


জীর্ণ স্মৃতির পাতায়  হেঁটে যাও তুমি

সরে যায় প্রগাঢ় অন্ধকার 

রাত্রির ধ‍্যানে  মগ্ন উপাসক

ভোর হয়ে ফিরে আসে প্রেম।


**********

নদীটা আমায় টানে

চিত্রা চ‍্যাটার্জী


এ নয় কোনো অনিবার্য সত‍্য অথবা মিথ‍্যা

তুমি মানতেও পারো, নাও পারো।

তবে ওই নদীটা আমায় গভীরভাবে টানে।

আমি নদীটার কাছে গিয়ে তার নিস্তব্ধতা শুনি।

তারও অনেক কথা আছে

তুমি বোধহয় বোঝোনি 

তুমি বলবে 'ভালোবাসা' বোঝার বিষয় নয়

সেখানে কেবলই কথারা হারায়।

কিন্তু কথারা যেখানে বাসা বাঁধে

সেখানে 'ভালোবাসা ' নদীর মতো চুপ করে থাকে না কেন??

যেন জলজ উদ্ভিদ হয়েও পরজীবীর জীবন!!

নিসঙ্গ বারান্দায় দাঁড়িয়ে থাকতে কার মন চায়??

তুমি বলবে ' ভালোবাসা ' বলে কিছু হয় না

আমি বলবো' ভালোবাসা ' ছাড়াও কিছু হয় না

এ নয় কোনো অনিবার্য সত‍্য অথবা মিথ‍্যা

তুমি মানতেও পারো, নাও পারো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ