প্রেমের কবিতা || পাতা - ৩




পোস্ট বার দেখা হয়েছে

অনেক কথাই বলার আছে 

ত্রিদিবেশ দে 


অনেক কথাই বলার আছে, অনেক কথা

তেষ্টা সকল মিটিয়ে নেয়ার আকুলতা,

নিয়ে চলি অক্ষয় ভালোবাসার দেশে 

জীবনের কাণ্ডারি করে তুলতে চাই।


অনেক কথাই বলার আছে, অনেক কথা 

তোমার জগতে থেকে যেতে চাই চিরকালের জন্য,

জীবন যতটাই জঘন্য কাটুক না কেন 

মনে প্রানে তোমাকেই চাই.....তোমাকেই চাই। 


অনেক কথাই বলার আছে, অনেক কথা 

হাসির ছটা আমায় আনন্দে ভরিয়ে দেয়,

একসাথে পথ চলতে চাই,তোমাকেই চাই, 

বুঝে নাও আমার নীরবতা।


অনেক কথাই বলার আছে, অনেক কথা 

শুনে যাও আমার মর্মাহত ব্যথার কথা,

হৃদয়ের অনুভবে তুমি যে আমার 

মেঘ পোড়া রোদে ভালোবাসার আবেগের কথা।


অনেক কথাই বলার আছে, অনেক কথা 

ভাবনাতে তোমার ছায়া ভাসে,

শূন্য হৃদয়ে ভাষাহীন ভাবে তোমাকেই চাই,

এসো ফিরে দুহাত বাড়িয়ে। 

**************

ভুলে যাওয়া পথ ধরে

সোমা মুখার্জী


সেই সেদিনের জাফরানি রং বিকেল নিয়ে চলে কোন অতীতের  পানে

দিনান্তের'ই সূর্য ডোবার বেলা যুগ পেরিয়ে যুগান্তে আজ টানে।


হারিয়ে যাওয়া বাক্স ভরা চিঠি ভুলে যাওয়া দিনের কথা বলে,

যে দিনগুলি সোনার জলে লেখা সঙ্গোপনে আছে হৃদয় তলে।


আজ বসন্তে দখিন হাওয়ার বাণী ঝিরিঝিরিয়ে দোলায় পিয়াল শাখা,

সেই হাওয়াতে মন উঠেছে দুলে ভোলা দিনের গোপন আবেশ মাখা।


ব্যাকুল করা সে যে সেই যে অধীর চাওয়া ,সাঁজ আকাশে সেই দিঠি আজ ভাসে,

নানা কথার অন্তরালে ঢাকা সুপ্ত মনের গোপন কথা অরণ্যে বিকাশে।


হঠাৎ কেন হারিয়ে যাওয়া দিন ডাক পাঠালো অনেক দূরের থেকে ,

আবার যেন ফেরার নেশা লাগে হাসনুহানার মিষ্টি গন্ধ মেখে।


বিস্মৃত আজ অমূল্য সেই ক্ষণ  সে পথ ধরেই জীবন ছুটে চলে,

অধরা সে অগম সে জানি তবুও অতীত টানে পলে পলে।

**************

অবুঝ প্রেম

 সুব্রত সাহা


কতবার ভেবেছি, ভাববো না আর তোমার কথা,

কিন্তু প্রতিটা নিঃশ্বাস-প্রশ্বাস যার নামে লেখা,,

তাকে ভোলার চেষ্টা যে তাই একেবারেই বৃথা!

ভালোই জানো, ঠোঁটের কোণে তাই তাচ্ছিল্যের রেখা!


এক পলক দেখার তরে কাটাই অধীর অপেক্ষায়,

বাঁকা চোখের চাহনি দিয়ে চুল উড়িয়ে যাও!

হাবুডুবু প্রেমে ভাসি,  হই গদগদপ্রায়,

তরতরিয়ে যায় পেরিয়ে মোর প্রেমদরিয়ার নাও!

আসা-যাওয়ার পথের পাশে দাঁড়িয়ে রই নিত্য, 

তোমার মধুর হাসিমাখা মুখটা দেখার আশায়;

আকুলিবিকুলি করে অধীর যে মোর চিত্ত,

তোমায় না দেখলে পরে মন ভরে যায় হতাশায়!


জানি না তো তোমার মনে হয় কি এমনধারা?

অদর্শনের তীব্র দহন মনে ধরায় জ্বালা!

জীবন জুড়ে ধূ-ধূ বালি শুধু, আমায় ছাড়া?

আমার কথা ভাবলে বাজে বাঁশি চিকনকালা! 

না কি এ শুধু অবুঝ প্রেম আমারই একপেশে?

তোমার মনে একটুও নেই জায়গা আমার তরে!

তাইতো তুমি অনায়াসে পাশ কেটে যাও হেসে!

এদিকে এই পাগলপ্রেমী মরছে প্রেমের জ্বরে! 


তাইতো ভাবছি ভাববো না আর তোমায় নিয়ে মিছে,

থাকো তুমি তোমার মতো গুছিয়ে বেশ সুখে,

তাও কি ছাই মানছে এ' মন? ছুটছে তোমার পিছে!

বৃথাই ছোটা! পায় না নাগাল! কাটায় মনের দুখে!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ