প্রেমের কবিতা ~ পাতা ১




পোস্ট বার দেখা হয়েছে

এক অকিঞ্চিৎকর চরিত্র

মৌমিতা চ্যাটার্জী


অমন করে তাকিয়ে কি দেখছো?

ডাগর চোখের ভাবুক কথায়!

আমার সাজানো, ঝঞ্ঝাটহীন মায়া রাজ্যে, আচমকা যুদ্ধের দামামা বাজিয়ে, আমায় ত্রস্ত বিধ্বস্ত করে, রাত্রির অন্তিম উপকূলে দাঁড়িয়ে, আসত্তির আকাঙ্খায়, উন্মিলীত বাহুদ্বয়ে,

তুমি উষ্ণিক ছন্দের জলকেলিতে মেতে উঠেছিলে।

আমি আজ‌ও খেসারত গুনে চলেছি তোমার স্তবকের ছত্রে ছত্রে।

অন্তরঙ্গতার আতিশয্যের হিল্লোল, তরঙ্গায়িত হয়েছিল আমার চিত্ত চাঞ্চল্যের সান্দ্র অঙ্গীকারে।

কালান্তরের ঘূর্ণিপাকের তলানিতে এসে ঠেকেছিল আমার আত্মসংবরণের অহংকারী চেতনা। 

ওষ্ঠে, তোমার কাল্পনিক চুম্বন লিপ্সার আদ্র জোয়ারে হারিয়েছিল আমার অস্তিত্বের খড়কুটো।

সবটাই অন্যায্য।

তাইতো,  শৃঙ্খলিত শর্তাবলীর দ্বন্দ্ব বিবাদের অন্তঃসলীলা প্রবাহে ডুব দিয়েছি।

তোমার নির্বিবাদী চাহিদার নির্ধারিত শেষাঙ্কে,

আমি এখন নিতান্ত‌ই অকিঞ্চিৎকর।

**************

প্রেমের খোঁজে

 নীলাঞ্জনা ভৌমিক


প্রেমের খোঁজে

জনারণ্যে খুঁজে চলেছি 

তাকে

পূর্ণিমার আলোয়, 

রজনীগন্ধ্যায় ,

আজ সে নেই , সে নেই , 

নেই সে

সত্ত্বার সাথে মিলে যাওয়া 

স্নিগ্ধতায়।

বৃষ্টি ভেজা ঘাসেও সে নেই 

সে নেই

বন্ধনের আবদ্ধে সে ছটফটিয়ে 

মরে ,

দিন যায় রাত আসে,বড় ক্লান্তি 

লাগে

খোলা আকাশের নীলে কোকিল

 ওড়ে।

তরুণ হৃদয় ব্যস্ত হুকায়,মদের 

ফোয়ারায়-

চোখে জল নামে, আচ্ছন্ন সে ড্রাগের 

নেশায়,

ব্যাঙ্ক - ব্যালান্সে,ফ্ল্যাটে,দামি গাড়িতে 

যে আছে

তাকে কি সাধারণের মাঝে খুঁজে 

পাওয়া যায় ?

************

স্বপ্ন এঁকে যাই

মো. হাকিম 


প্রেমের ভেলায় ভাসবো বলে

যেই বাড়ালাম হাত,

ধপাস করে পড়ে গেলাম 

হলাম কুপোকাত, 

প্রেমের তরে পাগল হলাম

গল্প হলো শুরু, 

শূন্য হাতে ঘুরছি এখন

খুঁজছি প্রেমের গুরু,

উদাস মনে চাঁদনি রাতে

হাঁটছি পথে পথে,

হঠাৎ করেই ধাক্কা খেলাম

বট বৃক্ষের সাথে,

বেহুঁশ হয়ে রইলাম পড়ে

মাথায় লাগলো চোট,

জ্ঞান ফিরলে চেয়ে দেখি

ফেটেও গেছে ঠোঁট, 

এদিক ওদিক চেয়ে দেখি

কেহই কাছে নাই,

তাড়াতাড়ি উঠে পড়ি

লজ্জার কিছু নাই,

কী থেকে যে কী হলো

কিছুই বুঝলাম না,

প্রেমের তরী ভেসে গেলো

ধরতে পারলাম না,

প্রেম বিরহে কাতর আমি

খুঁজে ফিরি তারে,

চোখের তারায় স্বপ্ন আঁকি

রাতের অন্ধকারে,

দু'চোখের ঘুম হারালাম

স্বপ্নের পিছু হেঁটে,  

স্বপ্ন আমায় দেয় না ধরা

তবুও যাই ছুটে,

পথ হারিয়ে এখন আমি

উল্টো পথে হাঁটি,

প্রেম অনলে পুড়ে পুড়ে

হয়েছি আমি খাঁটি, 

তোমার নিয়ে দিবা রাত্রি

স্বপ্ন এঁকে যাই,

তোমায় ছাড়া এ জীবনের

কোনই মূল্য নাই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ