প্রেমের কবিতা || পাতা ~ ১৪




পোস্ট বার দেখা হয়েছে

প্রাক্তন 

মনোজ অধিকারী 


একটি তারার সাথে রোজ কথা হয়

মন বলছে, তোমার সাথে আবার যেন দেখা হয় 


এত দূরত্ব আর এত স্পর্শ 

তোমার হাত আমার কাঁধ, ফসকে যায় অনবরত 


আমি পারিনি, তুমি পারবে নিশ্চিত 

এটি একটি উদাহরণ, যেন আত্মগ্লানির ক্ষত 


জানলাম, আজ আয়না বলল, এটা একটা মুখ 

মুখোমুখি বসে থাকি রাতের আকাশ 


আমি তারাখসা, তুমি উল্কাপাতের আলো।

====

 সাগর প্রেম

প্রণতি মণ্ডল


ও সাগর দাওনা তোমার প্রেমরাশির এক কণা

বুকের মাঝে দাও যদি গো একটি মুক্ত দানা -

যদি দাও -

প্রেমে পাগলিনী উচ্ছ্বাস হবো

গলে যাবে শশী আঁখি পল্লবে

আকাশের নীলে আঁচল দুলিয়ে

সঁপে দেবো এ প্রাণ রবি করতলে।

ঝঞ্ঝা আবেগে উত্তাল হবো

মানবো না কোন বাধা।

ভূমিকার সাথে চরম মিলন শেষে

সুনামির শেষে হবো শান্ত।

প্রেমের কাজলে মেঘের দেওয়ালে

উঁকি মারা যত ঝিকিমিকি তারা

চুপিসারে, সাক্ষী ধ্রুবতারা চিরকালে -

হার মানা হারা পরাবে দিকবালে।

শুধু এক কণা যদি দাও, নদী হয়ে যাবো

সাপিনীর মত বিভঙ্গ গতিতে -

কুল ভেঙে ছুটে যাবো একমনে

শুধু তোমার মিলন আশে।

ও সাগর দাওনা তোমার প্রেমরাশির এক কণা।

যদি দাও -

বাধা না মানা রাধা নাম সাথে বিশ্বের বুকে

লেখা হবে এক নূতন ভোরের প্রেমগাথা।

ও সাগর দেবে কি এক কণা?

=====

তোমার দেওয়া সেই গোলাপ 

 বন্দনা পাত্র 


এই যে দ্যাখো,এই লাল গোলাপটা তোমার দেয়া 

তবে কেন আজ তোমার চোখে অমন মায়া ?

যে মায়াতে বিষাদ মাখো বারেবারে আড়াল করো 

সেই মায়াতে বৃষ্টি নামুক,শূন্য চোখে জল ভরো।


গোধূলির এক প্রেমের জাহাজ গোলাপ বয়ে আনল ঘাটে,

তোমার চোখের নোনাজলে মালকোষী এক ঠাটে।

মেঘলা বেলায় কাজল চোখে তাকাও কেন?

একবারও কি দেখেছ আয়না কাজল গ্যাছে ঘেঁটে ।


তোমার দেয়া সেই গোলাপটা আজও আমার বুকে 

কাঁটার ঘায়ে স্মৃতির প্রলাপ ঝরছে তোমার দু'চোখে, 

জল মোছো গো তুমি আজ এই জোছনা আঁচলে 

জলের খেয়া ভাসাও তুমি আকাশ চাঁদে ঢলে।


এই চাঁদনী রাতের ফাগুন মায়ায় উষ্ণ প্রেমের ওম-

ভান করছো কেন বলতে পারো এমন তোমার প্রেম?

এই নির্জনতায় একলা তোমায় পেয়েছি আজ 

দেখতে থাকো শর্তহীনা প্রেমফুলে এই চাঁদের সাজ ।


তোমার দেয়া গোলাপখানা ফুঁসিয়ে দিল আগ্নেয়গিরি-

জ্যোৎস্না আকাশ তোমার চোখে পড়ছে কেমন ঝিরিঝিরি....।।

====

 বলবো তাকে

স্বপন কুমার ধর 


সব কথা তো যায় না বলা,

সবার কাছে,সবার সাথে,

বলতে হয় কথা মেপেজুপে,

অভিজ্ঞতা আর সময় বুঝে।


আদর্শ সব যে তাক এ তোলা,

নীতিগুলো সব বুলিতে ভরা,

চাটুকার'দের নিয়ে ঘোরাফেরা,

নিত্য জীবনের এটাই, চলমান ধারা।


মনের কথা কইব যারে,

খুঁজছি তাকে দ্বারে দ্বারে,

আশায় আছি মিলব তারে,

বিশ্বাস এর উপর ভিত্তি করে।


বলবো তাকে মনের কথা,

শুনবো তার ও অন্তরের ব্যথা,

হালকা হবো নিজের কাছে,

যেতে যে হবে,মুক্তির দেশে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ