প্রেমের কবিতা || পাতা ~ ১১




পোস্ট বার দেখা হয়েছে

 

ভেজা মন 

 বিপাশা সমাদ্দার


আকাশ জুড়ে মেঘের আনাগোনা, 

বদলে যাচ্ছে মন 

বদলে যাচ্ছে মেঘের রঙ ও

যখন তখন। 

মেঘলা আকাশ কড়া নাড়ে মনের ঘরে

ভিজে মন আরও ভেজে একনাগাড়ে ;

এলোমেলো ঝোড়ো বাতাসে । 

জানিনা একলা মন শুধুই 

তোকে খোঁজে কেন সারাক্ষণ ! 


বৃষ্টির ছাঁটে  আঁচল ভিজে যায়, 

নোনা জলের অকারণ ঝরণা ধারায় । 


তোর কথায় ভেতর ঘরে

মেঘ জমে , বৃষ্টি ঝরে -

চোখের কোণে অঝোরে। 

ভরা নদী দুকূল ভাসায়

বাঁধ ভাঙে হুড়মুড়িয়ে। 

তুই তো

দেখতে পাস না । 

জানতে পারিস না

এ মনে শুধু তুই থাকিস সারাক্ষণ।।

=====

আছো তুমি শত শ'তে

রানা জামান


তুমি আমার সৌরভ চাঁদের 

আমি নাদান উত্তাল সাগর,

ভরা আলোয় থাকি উদ্ভাস

চুমে তোমার নয়ন ডাগর।


জোস্না ধোয়া বাঁশের ডগায়

যখন তুমি হাতটা নাড়াও,

আপ্লূত হই আকাশ সমান

প্রেমে যখন বুকটা মাড়াও।


তোমার পূর্ণ প্রকাশ দেখে

মেটে না সাধ আদি হতে,

তুমি আমার উজান-ভাটি 

আছো তুমি শত শ'তে।

====

 তুমি আমার

 লালন চাঁদ

                 

বসন্তের বারান্দায় নির্ঘুম রাত্রি জাগি

তুমি বসে আছো পাশে 

স্বপ্ন দেখি তোমার। দুচোখে তোমার নির্যাস মাখি 


তোমাকে নিয়ে পেরিয়ে যাই সাত সমুদ্র

রাত্রি গভীর

জোনাকিরা আলো মাখে নীরব কথার ভেতর


প্রতিটি আদিম মুহূর্ত আজও হাতছানি দেয়

আধশোয়া রোদে ভিজি

তোমার ঠোঁটে এঁকে দিই জীবনের প্রথম ভালোবাসা


কথা হয়

কতো কথা ঝড় তোলে

কতো কথা বলি। তবু যেনো বলা হয় না কিছুই


তোমার বুকে বুক রাখি

নিরন্তর শ্বাসে রাখি অনিঃস্ব শ্বাস

তোমার বুকে আটকে থাকে আমার কোমল সোহাগ


তুমি আমার গুচ্ছ কবিতা

তুমি আমার ঊনিশের বসন্ত

তুমি আমার। তুমি আমারই চিরবসন্তের দুরন্ত রোদ্দুর

====

প্রেম শিশুর মত সরল 

তিথি সরকার 


আজ অনেকদিন হল তোমাকে আর মনে পড়ে না,

মনে পড়ে না এটাও ঠিক না, হঠাৎ কখনো পড়ে মনে 

আসলে না মনে পরার বিষয়টা আজই নোটিশ করলাম ।

দিব্যাংশু...

তোমাকে প্রেম - ভালোবাসার  চাবিতে মাপতে গিয়ে আজ আমি অনেকটা নাজেহাল,

আসলে প্রতিনিয়ত একটা প্রশ্ন এসেছে তোমাকে এত কাছে চাই কেনো?

ভালবাসি বলে? নাকি শুধু আমি ভালো থাকবো বলে?

উত্তর এসেছে পরেরটি -

আসলে আমি স্বার্থপর, আমরা স্বার্থপর,

স্বার্থপর বলেই তো আমরা, আমার আমার বলে চেঁচাই ।

মনে আছে তুমি বলেছিলে ছেড়ে থাকতে পারবে?

যদি পারো বুঝে নিও এ তোমার ভালোবাসা।

না পারলে শুধুই চাওয়া পাওয়া।

আজ বুঝতে পারি -

প্রেমের কোনো চাবি হয় না, প্রেমের কোনো দূরত্ব হয় না,

থাকে কিছু অনুভূতি থাকে কিছু না বলা কথা আর কিছু সমপরিমাণ বিশ্বাস।

সত্যি বলতে প্রেমের বিষয় বুঝতে আমাদের শিশু হতে হয়।

কখনো নিজের কাছে নিজে 

কখনো বা অন্যের কাছে 

আবার কখনো ভালোবাসার মানুষের কাছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ