প্রেমের কবিতা || পাতা ~ ১৩




পোস্ট বার দেখা হয়েছে

নিজের অজান্তেই

ছন্দা দাম


লাঙলের ফালে তরতাজা রক্ত লেগে আছে...

গোধূলি আকাশের কমলায় লেগে আছে কেমন জানি আঁশটে গন্ধ,

আকাশে আজ পাখাভাঙা পাখিটা উড়ে না স্বপ্ন চোখে,

আঁস্তাকুড়ে ফেলে দেয়া কালকের বাসি বিরিয়ানি খাচ্ছে আদুল গায়ে শিশুটি,

ভাঙা ছেঁড়া খোড়া পৃথিবীটা দুরারোগ্য ব্যাধিতে ধুঁকে ধুঁকে মরছে...

তবু তোমার হাতে লেখা পুরোনো চিঠিটা খুলতেই... ক্যানভাসে জলরঙা ছবি আঁকা হয়ে যায়!

তবু আমি চৌমাথার বাচ্চা মেয়েটার কাছে লাল গোলাপ কিনি,

তবু দেয়ালে ঝুটিওয়ালা বুলবুলির লাফালাফি হা করে তাকিয়ে দেখি শিশুর মতো,

তবু কেন জানি কংক্রিট,পাথর,ইট, সিমেন্টে গাঁথা বুকের ভেতর গজিয়ে ওঠে...

    ভালোবাসা নামের সবুজ দুটি পাতা একটা কুঁড়ি...  

 একদম নিজের অজান্তেই!!

====

চিরসবুজের গান

প্রিয়াঙ্কা রায় চৌধুরী সান্যাল


কখনও কি মনে পড়ে সেই বনপলাশের মন মাতানো রঙের ছটা!

কখনও কি ফিরে দেখেছো সোনালী রোদের আভায়

কাটানো রঙীন বেলা!

পড়ন্ত বিকেলে ফিরে যাবার সময় অপলক চোখ!

সে চোখ বেয়ে ঝরে পড়তো ভালোবাসার পরতমাখানো

কয়েকফোটা হীরকদানা!

অস্তরাগের এই বেলাতেও কেমন তরতাজা সেসব টুকরো কথা!

সেদিন তুমি বলেছিলে,সারাজীবনের সঞ্চয় এটুকুই।

গভীর স্রোতের অতলে লুকোনো উচ্ছাস কেমন আছড়ে পড়ে হৃদয়পাড়ে আজও,

ঐ আসনতলে আজও  কেমন লুটিয়ে পরে দখিনা বাতাস চঞ্চল কিশোরীর মতো,

সমস্ত পার্থিব চেতনা ছুটে চলে একমনে কোনো এক অপার্থিব চিরসবুজের দেশে,

যেখানে ডুব দেয় মন, সাগরের অতলে,

সেখানে সমস্ত বন্ধন মুক্ত হয় এক লহমায়!

====

 এখন মধ্যরাত, তুমি এলে 

অনিন্দ্য পাল 

 

এমন সুন্দর দেখতে চাই না এই অর্ধেক জীবনে 

তবু তুমি এলে। 

মৎস্যকন্যারা চলে গেছে এই পৃথিবী থেকে অন্য কোন পরা-জগতের দিকে,  

তুমি কি ঠাঁই পাওনি ফিরতি দৈবরথে? 


এত আগুন আমি রাখতে পারি না পাঁজরকুটিরে 

বুকের ভিতর লুকিয়ে রেখেছ যে মাতাল স্বপ্ন 

দেখার মত নষ্টঘুম আর নেই রাত এখন শেষ প্রহরে, 

তবু আত্মার ঘর থেকে পাঠিয়েছি লোভ আর খিদে 

যদি দাও তুমি দিতে পার হেমলক গরল অথবা বিদায়ের আগে ছুঁয়ে যেও স্বর্গীয় ঠোঁট দিয়ে আমার দহনশৃঙ্গ, 

তারপর না হয় আমি তলিয়ে যাব ক্ষীরোদ সাগরে 

তোমার অমৃতরস নেব গণ্ডুষে পান করে...

====

ভালোবাসা 

রীতা চক্রবর্তী ( লিপি )


দূর হতে আজো ভেসে আসে 

তোমার বাঁশির সুর 

ভালোবাসি বলে যে ধুনটি শুনিয়েছ বারবার

সেই অপার্থিব সুরের মোহে কানপাতি বাতাসের আঙিনায়।


অনুভবে আজো কথা হয় মুখোমুখি বসে

যাপন কথার রোজনামচা তুফান তোলে

তাই চিঠি লিখি আকাশের ঠিকানায়

প্রতুত্তরের আশায় ডাকপিওনের অপেক্ষায়।


তাই কি হয় বলো?

ভালো থেকো বলে সেই যে তুমি গেলে চলে

অদ্ভূতভাবে সেই তুমিই ভালো থাকার চাবিটা নিয়ে চলে গেলে।

তবু একবার এসো,

দেখে যেও, আমি এখনও পথ চেয়ে আছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ