প্রেমের কবিতা || পাতা ~ ১৯




পোস্ট বার দেখা হয়েছে

ফুল চরিত

নজর উল ইসলাম


 আমার সঞ্চারি ঢেউয়ে যে আগুন ইচ্ছেডানায় কল্পনাপ্রবণ

কথা হয় রোজ কিনারে মন-গহনে মুখর জীবন সুজন 

সব চিত্রণ আলোছায়ায় গোটা আবহ যৌবন চিহ্নিত 

সুলগ্ন জানলায় একা সন্তর্পণে স্নেহে অস্ফুট নিয়ন্ত্রিত

কত আকুতি স্বকীয় অনুনয় আরও পাশাপাশি সংশয়

বাঁধনহারা কাশফুল সাদা আকুল কথনে উন্মোচন 

স্মৃতি শুধু কুড়বে নিসর্গদৃশ্য আপন মায়ার ভুবন 

পাখিরা জাগে তারও চেয়ে স্পষ্টত ভাষাহীন বিনিদ্র চোখ 

ভালোবাসা বুঝি নাটকের ছল তীব্র ছোবলের কারসাজি 

গহনতন্ত্র লিখে ফেলা যায় যেন নিরুপায় নিশ্চিন্ত

ফুল তবে কী আলোর মিথ কাহিনির আন্তরিক 

মন নিষ্ঠ পুনরুত্থান আখ্যান কেবল সিনেমাটিক 

বিশ্বাস ভাঙলে নিঃস্ব পরিবেশন,ভাসে না মুখ 

মুখোশের আড়ালে প্রাণিত আলো আঁধারে ফুল চরিত...

====

আমার প্রিয়তমা

সঞ্জয় বৈরাগ্য


কনকনে শীতের রাতে,

অপেক্ষায় থাকি তোমার উষ্ণ ছোঁয়ার ..!

নিজেকে ভোলাতে নিমগ্ন থাকি,

শেক্সপিয়ার, শেলী আর রবীন্দ্রনাথে।

তোমার জন্য সবুজে'রা সবুজ,

বাগিচায় গোলাপ গুচ্ছ লাল।

আলো-আঁধার তোমার জন্য আর

মেঘ, ঝড়, বৃষ্টি

তোমার জন্যই নতুন পৃথিবী আর অপত্য সৃষ্টি।

তাইতো তুমি অনন্যা,

তুমি শুধু আমার নিরুপমা,

ওগো আমার প্রিয়তমা।

তোমার জন্য একতারা'তে প্রেমের সুর,

বাউল হয়ে যাবো আমি, সেই অচিনপুর!

যে পথে নীল শাড়ির আঁচল উড়িয়ে

ভালোবাসার রুদ্ধ দুয়ার খুলে

উড়ে বেড়াও তুমি।

তোমার নেই তুলনা,

তুমি শুধু আমার প্রিয়তমা।

====

 অন্তরে আছো তুমি

 নীল মিত্র


অন্তরে আছো শুধু তুমি আমার,

তোমাকেই শুধু চেয়ে যাবো বারবার।

একটাই নাম ঘুরেফিরে আসে মনেতে,

গান গেয়ে চাই সবাইকে শোনাতে।


অন্তরের গভীরে শুধু তোমাকেই রাখব,

প্রতিদিন শুধু তোমাকেই ভালোবাসবো।

যতো দূরেই যাই না কেন তোমার কাছেই ফিরে আসব,

স্বপ্নতে প্রতিক্ষণ শুধু তোমাকেই দেখব।


আমার সব কবিতায় তোমার কথাই লিখব,

কল্পনার তুলি দিয়ে শুধু তোমার ছবিই আঁকবো।

আকাশের তারাগুলির মাঝে তোমার মুখটাই খুঁজব,

আমি সারা জীবন তোমার হয়েই থাকব।


যতো দিন আছে প্রেম সুখে আর বিরহে,

যতো দিন আছে সুবাস ফুলেরও মাঝারে।

যতো দিন আছে প্রান আমার দেহের ঘরে,

ততোদিন একই রকম ভালোবাসবো তোমারে।


একদিন তোমাকে যদি না দেখি মনে হয় মরে গেছে মন,

তোমাকে ছাড়া ভাবতে পারি না এই জীবন।

একবার তোমাকে যদি কাছে পাই মনে হয় পেয়েছি প্রাণ,

চাতক যেমন তাকিয়ে থাকে বৃষ্টির আশায় আমিও থাকি তেমন।


তুমি হৃদয় আকাশে ওঠা প্রথম পূর্নিমার চাঁদ,

চোখের জোছনায় সাজানো সেরা মায়াবী রাত।

স্নিগ্ধ শোভন প্রভাত কালের লালিমা মাখা আলো,

তোমায় দেখতে পেলে সারা পৃথিবীটা লাগে ভালো।


জীবনের বাকিটা সময় শুধু চাই তোমায় আমারই পাশে,

কাটিয়ে দেবো জীবনটা তবে হাসি আর উল্লাসে।

যদি থাকে পর জনম তোমাকেই পেতে চাই কাছে,

তোমার সাথে প্রতিটা জীবন কাটাতে চাই ভালোবেসে।।

====

বিরহী রাঁধা 

অদৃকা ভট্টাচার্যি 


কতবার তো নিভে যেতে চেয়েছিলে

পেরে উঠেছো কি?

বোধ হয় এই জীবনে আর সম্ভব হয়ে উঠবে না

এবার রাত্রি যাপনের গল্পে, ফানুস বিক্রি করো

ঠিক যেভাবে বিক্রি হয় নামের সাথে শেয়ার করা পদবী

ছপ ধরা  কালো ধোঁয়ায় অশরীরীর আমি

ভেসে ভেসে উরিয়েছি বহু হাহাকার

খুন করেছি বুকে থাকা বহু শব্দ

এখন প্রায়সয় ভুলে যাই মৃতদের খাবার খাওয়া বারন।।


অবেলায় একসাথে গাওয়া গান

মনে পরে?

নয়নে নয়ন রাখে ফেলে দেওয়া জল

মনে পরে?

হাতের উপর হাত রেখে করা প্রতিশ্রুতি?

কোনো দিন মনে পরলে

নিরবোধি হাওয়া হয়ে এসো, আমি কোনো এক নদীর বুকে 

আমাদের অগোছালো অন্দরমহলে বেঁচে থাকবো

প্রানহীন একটি পাখি হয়ে 


বোঝাপড়াটা না হয় বাকি থাক আজ

খাতার পাতায় একদিন ঠিক সব মিটিয়ে নেবো

সমুদ্রের গা ঘেঁষে গাঙচিল মায়া লাগাবে

আমি মায়ার কাঙ্গাল হয়ে ঝিনুক কুরাবো।

জানি কোনো অর্থ হয় না এর তাও কুরাবো


ঝিনুকের গায়ে  আমাদের অগোছালো স্বপ্ন

গুলো মিসে যাবে একগুচ্ছ গল্প হয়ে।। 


তোমাকে যতটুকু পাই নি 

ততটুকু হিসেব আমি লিখে রেখেছি

পাতার পর পাতা উল্টেও তোমার ঠিকানা পাই না

শান্ত একটি নদী খুঁজে, পাসে গিয়ে বসি

কোকিলের কন্ঠে হাহাকার ভরা, গাল গড়িয়ে জল পরে

ঠোঁটের কোণে পৌঁছোতেই যেন অমর করে দেয় আমায়

চাঁদের মত হাসি বহন করে নিয়ে ছুটে বসন্তের হাওয়া


পাতায় পাতায় রঙের মেলা বসানো 

মেলায় ঢুকতেই দেখি রেশমি চুড়িতে

 আবদার বাঁধা, জড়িয়ে ধরাতে স্নেহ

কানের দুলে আবেগ মুড়া, নূপুরে অভিমান

এই করেই জীবন কাঁটাই... সব আঁকড়ে ধরে।।


ছিন্ন পাতায় লেখা হাবিজাবি, পাতার পর‌ পাতা

লেখে গুছিয়ে ছিলাম সখের কালো পিঁপড়ে

নেমে এসেছিল শত শত কবিতা 

 কাটা ছেঁড়ায় বাদ পরে শেষের কবিতা

থ হয়ে তাকিয়ে এখন সব ভালোলাগা জমাই

রেক ভর্তি বয়ামে গুনে গুনে ঢুকিয়েছি 

                 ভা                 আ  ‌  

                লো                 মা

                 লা                 দে

                 গা                   র

খিদে পেলেই এখন মুখ গুঁজে বসে থাকি সব কটা বয়ামে

যাওয়া আসায় কবে যে মাস ফুরিয়ে যায় টেরেই পাই না

আরকি! আবার শুরু থেকে সব কটা বয়াম ভরে

তৈরি করি ছিন্ন পাতায় গোছানো সংসার ।।


একটুখানি আসা নিয়ে অপেক্ষায় আমি

কালো ছাপা অক্ষরে অগোছালো শব্দ

মন পোড়ানো রঙের ঘ্রান কাগজের পাতায়

আঙ্গুলের ছোঁয়ায় সব গিলে খাই!!! তোমাকে ও।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ