প্রেমের কবিতা || পাতা -৯




পোস্ট বার দেখা হয়েছে

প্রণয়

শংকর ব্রহ্ম


জয় পরাজয় সব কিছুই আসলে ছিল আপেক্ষিক

এমন কি আমার ব্যক্তিগত প্রণয়ও


কে আমার প্রতিদ্বন্দ্বী

এই ভেবে প্রতিনিয়ত দুঃখ পেয়েছি

গাছের ছায়া এড়িয়ে গেছি অবহেলায়

প্রখর রৌদ্রে পুড়ে খাঁটি সোনা হতে চেয়েছি


ভালবাসতে চেয়ে পরাজিত হয়েছি বারবার

ভালবাসার টানে শিরা-উপশিরা ছিঁড়ে গেলেও 

তার জন্য কষ্ট পাইনি 

ভেবেছি এটাই আসলে ভালবাসার জয়


আসলে সব কিছুই ছিল আপেক্ষিক

এমন কি আমার ব্যক্তিগত প্রণয়ও

=====

 ভালোবাসার সেকাল-একাল

  শর্মিষ্ঠা মিত্র পাল চৌধুরী


প্রেম ছিল পদ্ম পাতায় শিশির,

সূর্যের আলোয় হলো সাতরঙা -

প্রখর তাপে বাষ্প হয়ে আকাশে,

বনলতা তাই কি আজ আনমনা ??

পরিণতিবিহীন প্রেম হাজার বছর ধরে;

আমাকে প্রতিনিয়ত করেছে পরিণত ।।

আজ আকাশে,মাটিতে,ঘাসে,ঘাসে -

ছড়ায় সে সুবাস অবিরত ।।

যদিও কমেছে সূর্যের আয়ু ;

তবুও মানুষ ঋণী প্রকৃতির কাছে।

আকাশগঙ্গার সব নক্ষত্রপুঞ্জ -

সাক্ষী হয়ে আজও বেঁচে আছে ।।

হয়তো,প্রবল ঘূর্ণি থেমে যাবে -

যখন,সুনীল নীরার দেখা পাবে।

হতাশার কালো মেঘ -

দখিনা বাতাসে উড়ে যাবে ।

কিন্তু,বিরহ কোথায় যাবে??

সেতো ,মিলনের চাইতেও বেশি প্রিয়।

নিজের মধ্যে তাকে আবিষ্কার করলে -

তবেই সে প্রেম পরিণত !

আচ্ছা,কখনো ছড়িয়েছো বরফে উষ্ণতা?

বৃষ্টি নয়,বজ্রপাতের ভাগীদার হয়েছে কখনো?

ঝরা ফুল দিয়ে কখনো এঁকেছো আলপনা?

মাথার উপর আকাশ ভাঙলেও?হৃদয়টাকে বাঁচিয়ে রাখার যুদ্ধ করেছো কখনো ??

যদি,এগুলো করার পরও মুখের হাসিটা ধরে রাখতে পারো -

তাহলে প্রিয়,জেনে রেখো -

আমার খয়েরি মলাটের খাতার কবিতারা;

সব তোমার অপেক্ষায় আছে ।।

=====

মাস্তুলে গোলাপ ছিল

কাজল আচার্য


তখন আমার হাতে অন্য হাত

তোমার সাথে হয়নি মুলাকাত। 

ঘুমন্ত বুকে আছরে পড়ে ঢেউ 

চলন্ত গাড়ি দাঁড়াতে বলে কেউ। 

ঠোঁটের স্পর্শে স্বপ্ন ভরে মন

শরীর বলে ধানটা আমন।

বিকেলে ছিল আধো আলোর ডাক

জীবন উন্মুখ সামনে নতুন বাঁক।

সমানে বৃষ্টি অঝোর ধারায় ঝরে 

তুমি ছাড়া বাদবাকি ডুবে মরে। 

আঙ্গুলে সবুজ, ছিল না কোন পাখি 

তবু ডানায় হাজার আকাঙ্খা মাখি।

সবার কাছে যা ছিল স্বাভাবিক 

আমার খেয়ায় ছিল না নাবিক। 

চোখের গভীরে সংযম ছিল কম

শরীরে শরীরে বৃষ্টি ঝমঝম। 

সময় ফেলে গেছে আমাদের ছেড়ে 

আহ্বান আছে বাকি সব নিয়েছে কেড়ে। 

দেখা হয় আজও চেনা সে দৃষ্টি 

এখনো সবুজ দ্বীপ হতে পারে কী সৃষ্টি। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ