দর্পণ || কবিতা গুচ্ছ ~ অনুভা সরকার




পোস্ট বার দেখা হয়েছে

পাওয়ার আনন্দ


মিঠে রাত স্পর্শর উত্তাপ

বেহিসাবী মন,

তবু না ছোঁয়া, তবু না পাওয়া।

অন্য ভাবে যদি বলা যায়,

ছুঁয়ে,ছুঁয়ে থাকা।

না পাওয়াটা তো ভালোবাসা।

মেঘের আড়ালে লুকোচুরি,

গাল বেয়ে বৃষ্টির ঝুরি।

কিছু কথা নীরবতা।

কিছু অনুভূতির ব্যথা।

কোন সময় হারিয়ে যাওয়া,

তবু পাওয়ার আনন্দে আত্মহারা।

আসলে না পাওয়ার মাঝেই পাওয়া।

=====

তবু বেঁচে থাক


বড়ো দিনের আমেজ

নিকোটিন উড়িয়ে উল্লাসে মত্ত পায়রা

লাল মোজার ফাঁকে খোঁজা ভবিষ্যৎ

ঝুলি ভর্তি চাল ডাল তরকারি

চোখ গুলো জ্বল জ্বল

রাস্তার ধারে পিঁপড়ের সারি কিলবিল

পিষে দিয়ে যায় কিছু আশা কিছু ভরসা

কিছু রেখে যায় করুনার ভাষা

কিছু আবার দেখানদারি ডিজিটাল যুগে

এ নয় বাড়াবাড়ি

ওরা ভাত পায়,পায় ডাল।

হাসি ফোটে এক গাল।

তবু বেঁচে থাক কিছু গিনিপিক।

তবু বেঁচে থাক ঈশ্বর।

তবু বেঁচে থাক আগামী।

====

 ভালোবাসার স্পর্শ


নীল খামে একটা চিঠি,

তোকে দেওয়ার কথা।

কিছু ব্যথা, কিছু না পাওয়া,

 কিছু ভালোবাসার কথা।


রিনিঝিনি বাজে নূপুর,

বেতাল সেই পায়ে।

উষ্ণ ওমের স্পর্শ লেগেছে,

লেগেছে ওই  গায়ে।


বৃষ্টি নামে দুঃখ আসে,

আসে তাতে সুখ।

ভালোবাসা যে ভালোবাসা রে,

 এ যে বড়ো অসুখ।


আলতো হাতে দিবি ছুঁয়ে,

খুলে দেখিস তাকে।

দেখবি তাতে রক্ত আছে।

যদি চোখ থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ