দর্পণ || কবিতা গুচ্ছ ~ মৃণাল কান্তি পণ্ডিত




পোস্ট বার দেখা হয়েছে

উষ্ণতার ঠিকানা


কিছু ভাবনা আনন্দঘন, যা মনকে করে প্রশান্ত, 

তেমনি কিছু ভাবনা আছে,যা মনকে করে অশান্ত।


কিছু আবেগ নেশার মতোই রোমান্টিক;চপলা, 

এবং তাৎক্ষণিক মনকে করে ক্ষিপ্র,উতলা।


সে কি চায়, কি পেতে চায়, কিছুই জানে না, 

তবুও সে অশ্রুজল চেপে, খুঁজে শুধুই সান্ত্বনা। 


ভাবনার অন্তরালে ক্ষণে ক্ষণে করে জীবন ধর্ষণ, 

আর কোমল হৃদয় সর্বক্ষণ তারই করে বিশ্লেষণ। 


বিষাদ মুছাতে সব না বলা কথা রেখে গোপন, 

চলার পথে সেসব মুহূর্তই হয় অকল্পনীয় শিহরণ। 


শৈত্যের তীব্রতায় শরীর বুঝে এর উপস্থিতি যন্ত্রণা, 

তাইতো প্রতিনিয়ত সে খুঁজে শুধু উষ্ণতার ঠিকানা।

=====

মদির ভালোবাসায়


ভাবনারা আজ উন্মুক্ত; অসীম আনন্দে কল্লোলিত তৃপ্তিঘন স্বাধীন প্রাণে, 

অভিলাষা মন গগনচুম্বী উদ্বেলিত ছদ্মবেশী এই প্রীতি- আয়োজনে। 

শব্দ-মালিকার এই ঘরে বিরহ নিরবে জোৎস্নার ছবি আঁকে প্রতিটি দীর্ঘশ্বাসে, 

ঘুম ফেরি করে নেচে উঠে ছন্দে ছন্দে সুখে অসুখে; নানান উপহাসে। 

কল্পনার ফ্রেমে তাকিয়ে দেখি বিশ্বজুড়ে মোহিনী ছন্দে অতীত উঠেছে আবার জেগে, 

উল্লাসে পথভুলে ছুটে চলি সেই আলেয়া মাঠে অনুসৃত ছন্দের প্রবর্তক গতিবেগে। 

ছায়াবীথির ছায়ায় প্রাঞ্জল বাগিচা যেন ঝলমল কুজন মুখর --- জীমূত প্রেমের কোলাজে, 

চুপ থাকে চোখের ডালা; সুর লয়ে সানন্দে গায় অলি --- ফুলে ফুলে মধু খোঁজে।  

যন্ত্রণা শেয়ার করে আলসে মন তাই স্বপ্ন দেখে; ঘুমন্ত পৃথিবীর অবরুদ্ধ ইছেমতির উজানে, 

দিশেহারা চিত্রিত সঞ্জীবনী প্রেম --- পূর্ণতা পেতে খুঁজে সম্পর্কের সুরতান নিগূঢ় বন্ধনে। 

মদির ভালোবাসায় তৃষ্ণার্ত অধরে আসে প্রশান্তির ঢেউ; উদাসী বাউল ঝড়ে হয়ে উঠে অপরূপ, 

বেখেয়ালে জড়িয়ে ধরে স্বপ্ন শালুক; ভাসতে থাকে শেওলা দলে --- খুঁজতে তারি মহীরূপ।

=====

প্রতারণার মুখোশে


নিজের কাছে নিজেই প্রশ্ন করি---

হন্যে হয়ে সাঁতার কাটি সত্যের ঠিকানায় দিতে পাড়ি,

দেখি এই পৃথিবীময় আভিজাত্য ভরা নকল সমাজ 

রোজ ভোগবাদ দর্শনেই চলে এখানে লুটেরা রাজ।

প্রশ্ন জাগে ওরা কারা!!

শতকের পর শতক ধরে উষা-গোধূলির আলোয় 

সান্ত্বনার বুলিতে কল্পনার আকাশে ঝড় তুলে 

আবেগী ক্ষিদের বুনোটে দিন বদলের মঞ্জরী ছড়ায়।

এই ধূসর মনের কষ্টগুলো তাই নোনাজলে জমা ,

সহিষ্ণুতার অভিজ্ঞতায় মনের পচন যেন অভ্যেসের দাড়িকমা।

কবিতার হিন্দোল তাই আমার বক্ষ মর্দন,

অসহ্যের দ্রোহে নীতিমালার অনল দহন।

স্থবিরতা গ্রাস করে রোজকার ছান্দিক চলাচল, 

যেন খসে পড়া তারা অবধারিত পতন জেনেও খুঁজে নীহারিকার আঁচল।

তবুও! তবুও! আমরা সততায় জমানো দীর্ঘশ্বাস নিয়ে বেশ আছি, 

প্রতারণার মুখোশে যে শুধুই মর্গের সূচি।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. দর্পণ।। কবিতা গুচ্ছ - এ আমার তিনটি কবিতা প্রকাশ করার জন্য আমি গর্বিত এবং আনন্দিত। কৃতজ্ঞতায় এই পরিবারের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।

    উত্তরমুছুন