ইবুক || কবিতা সংকলন ~ স্মৃতি সাহা চৌধুরী




পোস্ট বার দেখা হয়েছে

ভূমিকা-: আমি ছোটবেলা থেকেই ভীষণ সাহিত্যপ্রেমী ও ভাবুক প্রকৃতির ছিলাম ; তবে লেখালেখির চেষ্টা করিনি কখনো । দীর্ঘদিনের বিবাহিত জীবনে অবহেলা, দুঃখ-কষ্ট,  মান-অভিমানগুলো জমতে জমতে পাহাড় প্রমাণ হয়ে কঠিন শিলায় রূপান্তরিত হয়ে ছিল এতদিন ।সংসার ও সন্তানস্নেহে অন্ধ হয়ে দীর্ঘ পচিশ বছর  নিজের অস্তিত্বই ভুলে গিয়েছিলাম ।তারপর ২০১৯ সালে করোনার আবহে সরকার লকডাউন ঘোষনা করলে একটু যেন ফুরসৎ মিললো নিজেকে দেখার ।মনে হলো এই মহামূল্যবান জীবনটা এভাবে শেষ হতে দেওয়া যাবে না ।এখনো তো জীবনের অনেকটা বাকি আছে এই সুন্দর ধরিত্রীবাগানে নিজেকে প্রস্ফুটিত করার ; তাই তো একটু লেখালিখির চেষ্টা ।শত দঃখের মাঝেও সুখকে খুঁজে নেওয়ার একটা অমোঘ পথ খুঁজে পাওয়া । কতটুকু লিখতে পারি জানি না ; পাঠক-পাঠিকাগন আমার লেখা পড়ে যদি তৃপ্ত হন, তবেই লেখার স্বার্থকতা, নচেৎ নয় ।🙏

                       

                   শেষান্তে-----

             স্মৃতি সাহা চৌধুরী  ।



বইটি ডাউনলোড করে পড়তে এখানে ক্লিক করুন ( Please click here to read the PDF file) 

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. ইবুক রিডার হতে পেরে আমি আনন্দিত। সকলের প্রতি রইলো আমার আন্তরিক শুভেচ্ছা।

    উত্তরমুছুন