দর্পণ || নববর্ষ সংখ্যা ২০২৪ || বাংলাদেশ শাখা




পোস্ট বার দেখা হয়েছে

 


"গাহি সাম্যের গান- 

মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান, 

নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, 

সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি। "۔۔কাজী নজরুল ইসলাম 


বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ভাষায় মানুষের চেয়ে বড়ো কিছু নাই ! সেই মানুষ , মনুষত্ব ও মানবিকতার আদর্শে দর্পণের পথ চলা ! সু সাহিত্যের লক্ষ্যে আমাদের প্রতিদিনের লড়াই ! প্রতিবেশী বন্ধু দেশ বাংলাদেশকে আমরা বারবার পাশে পেয়েছি এবং আমরা গর্বিত এমন কিছু বন্ধুকে আমাদের সাথে পেয়ে , যাদের হাতে হাত রেখে আমরা এগিয়ে চলেছি প্রতিদিন নতুন ভাবে , নতুন আলোর দিশারী হয়ে !

বাংলা নতুন বছরে দর্পণের প্রচেষ্টা , বাংলাদেশের নবীন ও প্রবীণ কলমকে সঙ্গে নিয়ে আমরা নিয়ে এসেছি এক উৎকৃষ্ট মানের অনলাইন পত্রিকা কেবলমাত্র আপনাদের জন্য !

আপনাদের ভালোবাসায় আমাদের এই পথ চলা ! 

ধন্যবাদ , দোয়া ও কৃতজ্ঞতা 

বঙ্গীয় সাহিত্য দর্পণ


সম্পূর্ণ পত্রিকাটি পড়তে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন ....

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ