কবিতায় সত্যজিৎ রায় || অনুবাদ ~ সায়ন্তিকা ভট্টাচার্য্য




পোস্ট বার দেখা হয়েছে

মহারাজা তোমারে সেলাম ....


সত্যজিৎ রায় ۔۔۔একটি প্রতিষ্ঠান যার কাছে বিশ্ববাসী আজও নতজানু !


সত্যজিৎ রায় কে নিয়েকিছু লেখার মত ক্ষমতা বা ধৃষ্টতা কোনটাই আমার নেই ৷

রবীন্দ্রনাথের পর আন্তর্জাতিক বাঙালি বলতে সম্ভবত এক কথাতেই তাঁর নাম সর্বাগ্রে স্থান পাবে ৷   শুধু চলচ্চিত্রে নয় সাহিত্য-সঙ্গীত চিত্রকলা এ সমস্ত ধারা গুলিকেই তিনি আত্মস্থ করেছিলেন এক অসামান্য দক্ষতায় ৷ তাঁর সম্পর্কে কোনও বিশেষণই যথেষ্ট নয় ৷ তাঁর জীবনদর্শন ছিল মানবতাবাদের  উপর প্রতিষ্ঠিত।৷

গত শতাব্দীতে যে কজন বাঙালির নাম আমরা উল্লেখ করতে পারি যাঁরা  বিশ্ব নাগরিক হয়েও প্রকৃত অর্থে ছিলেন বাঙালি,তাঁদের মধ্যে রবীন্দ্রনাথ ছিলেন সর্বশ্রেষ্ঠ ৷ তারপরেই যাঁর কথা উল্লেখ করতে হয় তিনি  সত্যজিৎ রায় ৷ তার মূল কারণ বাংলার সংস্কৃতির গভীর চর্চা ও অনুশীলনের সঙ্গে সঙ্গে বিশ্ব সংস্কৃতির সম্পূর্ণ ভাবনা ও সৃষ্টিকে নিজস্ব আঙ্গিকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে তিনি ছিলেন রবীন্দ্রনাথের পরেই একমাত্র অগ্রগণ্য বাঙালি ৷

চলচ্চিত্র মাধ্যমে তিনি ছিলেন চিত্রনাট্যকার,চিত্রনির্মাতা,সংগীত রচয়িতা,সুরকার,চিত্রগ্রাহক শিল্পনির্দেশক,সম্পাদক এমনকি শিল্পী কলাকুশলী দের নামের তালিকা ও তিনি স্বহস্তে প্রস্তুত করতেন (টাইপোগ্রাফি) অর্থাৎ একটি চলচ্চিত্র রূপায়িত করতে গেলে যা কিছু প্রয়োজন সবকিছুতেই তিনি ছিলেন শেষ কথা ৷ আর চলচ্চিত্র নির্মাণের বাইরে তিনি ছিলেন একাধারে গল্প লেখক,-প্রকাশক, চিত্রকর,গ্রাফিক নকশাবিদ ও চলচ্চিত্র সমালোচক।

সত্যজিৎ তাঁর ৭১বছরের জীবনে ভারতীয় চলচ্চিত্র কে উপহার দিয়েছেন স্বল্পদৈর্ঘ্য ও তথ্য চিত্র সহ ৩৭ টি সিনেমা ৷ যাঁরা বিংশ শতাব্দীতে জন্মগ্রহণ করেছেন ও জীবিত থেকে এখনও  বিংশ ও একবিংশ শতাব্দীর পরিবর্তনের সাক্ষী তাঁরা জানেন যে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাঁর রূপায়িত চলচ্চিত্র কী ভাবে এখনো সমানভাবে প্রাসঙ্গিক ৷

 বিশ্ব বরেণ্য এই ব্যক্তিত্ত্বের জন্মদিনে তাঁকে বিনম্র শ্রদ্ধা ও প্রণাম ৷


বিষণ্ণতা

সত্যজিৎ রায়


বিষণ্নতায় ভরা জীবন,

একলা কাটে সময়।

ভিড় লাগে অসহ্য; কাটে ভাল বদ্ধ ঘরে। মনের অসুখটা বাড়ছে ভীষণ, নেই তার প্রতিকার।

ভাল আছে মানুষ যেন;

মিথ্যে অভিনয়ের সাথে বসবাস। আজ আছি,কাল নেই- থাকে শুধু দীর্ঘশ্বাস।

মন আজ হালকা তুলো- সহসা বাতাসেই উড়ে যায়।

সময় আজ বড্ড নিষ্ঠুর,

করে শুধু ঘাত;

দেয় না প্রতিকার।

বিষণ্নতায় ভরা জীবন,

ভালো আছে মানুষ আজ- অসামাজিকতার মাকড়সার জাল।


--------

Depression

Sayantika 


 A life full of depression,

 Spending the  time alone.

 The crowd is unbearable;  Cut well in a closed room.  The disease of the mind is increasing greatly, there is no cure for it.

As if people are all well.

 Living with false pretenses.  I am today, there is no tomorrow - there is only a sigh.

 The mind today is like a light cotton bud - it flies easily in the wind.

 Time is very cruel today.

 Just hitting hard;

 it does not give remedy.

 life is full of depression,

 people are good today -in a spider's web of antisociality.


**********

হয়নিতো বাঁচা

সত্যজিৎ রায়


কি দিলাম আর কি পেলাম ভাবতে ভাবতে জীবন গেল বয়ে। হয়নিতো বাঁচা হায় সময়েরই হাত ধরে।

ঝরা পাতা, শূন্যতা আর রিক্ততা দিন শেষে থাকে শুধু একরাশ হতাশা। সময় ঘড়ির টিকটিক বন্ধ হবে কবে, মরীচিকার পেছন ছেড়ে নিজেকে চিনতে হবে।


-------

Couldn't have survived

Sayantika 


 Life went on thinking about what I gave and what I got.  Could not live holding the hand of time.

 Fallen leaves, emptiness and emptiness at the end of the day is just a disappointment.  When the clock will stop ticking, leave behind the mirage and recognize yourself.


**********

সোডিয়াম বাতি আর অমানিশা

সত্যজিৎ রায়


জীবনের অমানিশায় লাগবে আলো; বিশেষ করে সোডিয়াম বাতির আলো। যে আলোয় সাদা কালো চামড়া - মিলেমিশে হয়ে যায় এক।

যে আলোয় হয় না কোন বর্ণবিভেদ। যে আলোর তলে দাঁড়িয়ে কৃষ্ণবর্ণা বালিকাও নিজেকে অপরূপা ভাবে।

সেই সোডিয়াম বাতির নিচে,

মনুষ্য জীবনের দোহাই ফেলে,

মানুষে মানুষে এক হবে।

বিবাদ ভুলে জন্ম নেবে নতুন-

এক অমানিশা; যেখানে-

সোডিয়াম বাতিই হবে জীবনের একমাত্র পাথেয়।

--------

Sodium lamp and Darkness

Sayantika


 Light will be needed in the misery of life;  Especially the sodium lamp light.  The light in which the white and black skin becomes one.

 In that light there is no color difference.  A dark-skinned girl also thinks she is beautiful under the light.

 Under that sodium lamp,

 Man spares life,

 People will be united.

 Forget the dispute, new will be born.

 One dark night;  where,

 The sodium lamp will be the only path to life.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ