দর্পণ সমাজসেবা ভারত শাখা




পোস্ট বার দেখা হয়েছে


দর্পণ সমাজসেবা 
ভারত শাখা 





নিজেকে মুমূর্ষু অসহায় দরিদ্র মানুষের ছবির ওপরে ফেললে, যে কাতর ধ্বনি অন্তরাত্মায় কষ্টের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলে, ছুটতে চাই ওদের কাছে, একাকার হয়ে একটু সহানুভূতি ভালোবাসায় ওদের পরিতৃপ্তির চোখে চোখ রাখি.... ঠিক তখনই হয়তো নিজেদের সামান্য সময়ের জন্য হলেও আমরা মানুষ বলে মনেহয়।


"বঙ্গীয় সাহিত্য দর্পণ" আন্তর্জাতিক ও সমাজসেবী প্রতিষ্ঠান ( ভারত-বাংলাদেশ শাখা )।
দুস্থ এলাকায় শীতকালীন কম্বল বিতরণ,প্রাকৃতিক দুর্যোগ এলাকায় ত্রাণ পাঠানো ও পথশিশুদের মধ্যে খাতা, পেন্সিল, বই, খেলনা বিতরণ করে থাকে।


আমাদের সাথে বহু মানুষ অকৃপণ হাতে এগিয়ে আসেন উদারমনস্কতায়। আগামীতেও আমরা এভাবেই অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেবো।


১// প্রতিবন্ধী আবাসিক শিশু শিক্ষা কেন্দ্রে ৫০০০ টাকা অনুদান।

২// জনৈক শুভাশীষ পাত্র মহাশয়ের স্ত্রীর অস্ত্রোপচারের জন্য ৫০০০ টাকা অনুদান।

৩// বানভাসি দের কাছে ত্রাণ সাহায্য।

৪// বড়দিন উপলক্ষে পথশিশুদের মধ্যে খাতা, পেন্সিল, ফল বিতরণ।

৫// সামার ক্যাম্প ( শিশুদের বিতরণ )

৬// কৃষ্ণনগর স্টেশন সংলগ্ন শীতকালীন সময়ে কম্বল বিতরণ।

৭//  বসন্ত উৎসব আবাসিক শিশুদের সাথে।

আগামীতেও আমাদের প্রচেষ্টা থাকবে এইভাবে, দুঃস্থ নিপীড়িত অসহায় মানুষের কাছাকাছি পৌঁছাতে। সামাজিক দায়িত্ব বোধে "দর্পণ" মানবতার দিশারী হিসাবে।

আরও ছবি -









একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

  1. বঙ্গীয় সাহিত্য দর্পণ
    সমাজ সেবায় এগিয়ে চলুক নব উদ্যোগে

    উত্তরমুছুন
  2. দর্পণ সাহিত্য ও মানবতার দূত 🌹🌹♥️♥️

    উত্তরমুছুন
  3. অবিশ্বাসের বিশ্বে মানবতার বন্ধনে বিশ্বাস গড়ে উঠুক মানুষে-মানুষে। শুভকামনা বঙ্গীয় সাহিত্য দর্পণ ❤❤

    উত্তরমুছুন