শারদ সংখ্যা ২০২০ || কবিতা || শুক্লা চ্যাটার্জি




পোস্ট বার দেখা হয়েছে


বিবর্ণ ক্যানভাস 
শুক্লা চ্যাটার্জি 

           বিবর্ণ ক্যানভাসের রঙে---
               পটভূমি কায়াহীন,
            শুকনো প্রাণের স্পন্দন!
           তোমার ছবি আবছা। 
             এ কেমন পৃথিবী ?
         এ কেমন আগমন মা তোমার! 
            আগমনীর সুর আজ বাতাসে ফিকে।
          নিরাশায় দেখো ডুবছে মানুষ,
                   দীর্ঘ শ্বাস বুকে চেপে ধরে। 
         যখন কলম নিয়ে চিত্রায়ণে ভাবনা ছড়িয়ে,
       আগমনীর সুরে সৃষ্টির অনুভূতি প্রবণ! 
             উঠছে নাভীশ্বাস মনে গভীর ছাপ ,
        জানি সবই তো অনায়াসে হবে নিরসন। 
   আড়ম্বরের সীমিত আয়োজিত সমাবেশে, আটপৌরে আগমনী বার্তা বয়ে পূজো এল ফিরে ।
কিন্তু কেন যেন শিহরণে যা কিছু  চাই না তা ঘটে,
চারপাশে প্রচুর পরিমাণে খয়ক্ষতি ঘটে চলেছে। 
                      মানুষ আজ দিশাহীন! 
           ক্ষুধাতুর শিশু লুটায় ভূমিতলে,
     কাজ খোয়া গেছে কত যে শ্রমিক ভাইয়ের;
     নিরাশার ভারে ভারাক্রান্ত জনজীবন!
শারদীয়া ওদের বাহুল্য ছাড়া অন্য কিছু না। 
          বেদনায় ব্যথা বয়ে লজ্জা !!!!!
        শরতের ঐ স্নিগ্ধ সুনীল আকাশ,
     পুজোর হুজুগ দিয়ে মেঘের ভেলা ভাসায়।          ল্যান্ডস্কেপে খুঁজে ফেরে আলোর প্রত্যয়! 
                জিজ্ঞাসার বিনোদন?
    মহামিলনের তরে বহুল প্রত্যাশিত প্রতীক্ষা। 
      পোড়া দুচোখ কিন্তু স্বপ্ন ভোলেনি;
তাই তো একটা নতুন বাঁচার লড়াই জিততে,
           পায়ে পায়ে এগিয়ে চলা।
              বিবর্ণ ক্যানভাসে---
বছর ভরের দুঃখগুলো আর বেদনা যত,
উৎসবের বাংলায় ছন্দে জাগায় অলীক আশা বাঁচার।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ