একুশ মানে ~ আসরফী খাতুন




পোস্ট বার দেখা হয়েছে

একুশ মানে

আসরফী খাতুন


একুশ মানে বাংলা মায়ের

 বুক ভরা এক দুখ,

 একুশ মানে বাংলাদেশে 

মনের মধ্যে সুখ।


 একুশ মানে বাংলা ভাষার

 বাজছে কলতান,

ভাষার জন্য বীর ভাইয়েরা

 জীবন করলো দান।


একুশ এলেই দুই বাংলার

 জেগে ওঠে প্রাণ,

ভাষার জন্য বাংলা মায়ের 

বিশ্বজোড়া মান। 


একুশ এলে শ্রমিক চাষী 

রক্তে বোনে ধান , 

একুশ আনে বাংলা ভাষার 

জয়ের কলতান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ