বিবেক




পোস্ট বার দেখা হয়েছে


ভালোবাসি

ঘড়ির কাঁটা অবিরাম, অন্তহীন
একটা খেয়ালী মেঘলা দুপুর শোক মেখে পড়ে আছে রাস্তাটার পাশে
তার ঠিক পাশেই মালবিকা'র সাধের ঘরবাড়ী।
ব্যস্তসমস্ত দায়বদ্ধতা সামলে ক্লান্ত হয় মন যখন
আমি দূর থেকে বিশুদ্ধতার বাতাস পাঠাই ওর চিলেকোঠায়,

ওকে আলতো করে ছুঁয়ে আসে বাতাস, আমাকে ওর সব খবর এনে  দেয়। কানে কানে বলে যায় ওর মাধুকরী পবিত্রতার কথা।
আমায় আগলে রাখা মনটা, অসীম সৌরভে মুখরিত হয় দৃঢ়তায়।
আমার শব্দেরা নত ওরই চরণতলে,
হ্যাঁ আজ ভালোবাসি বলেই বাষ্প জমাই আমি। শীতকাতুরে সোনাই'এর সমগ্র দেহ-মনে মাখিয়ে দেব উষ্ণ ওম, সন্ধ্যেবেলা।

বাসনপত্রের ঘষা-মাজা শেষ করে ও যখন শ্রান্ত হয়ে বিরাম চায় একটু, কর্তব্যের শেকল ছাড়ে না ওকে।
নিরবশেষ এই অধ্যায়ের ভেতর দিয়ে হাঁটে আমাদের’ এক পৃথিবীর উপাখ্যান। সবুজ পাপড়ির একমুঠো নির্যাস এনে ওর অভিজ্ঞ বুকের বাঁদিকটায় জমিয়ে রাখি আর একটাই অঙ্গীকার- সব ঠিক আছে।
হ্যাঁ অগোছালো একটু আমি, তবুও আমার আলাপিত আস্কারাগুলো শুধু ওর নামেতেই মুখর।

চাহিদাগুলো দূরেই থাক, দুটি মনে শুধু শিহরণ জাগুক অনুভবের।
নানা বাহানায় সেজে উঠুক আমাদের এই অদৃশ্য সংসারটা

ভালোবাসি। আর শুধু ভালোবাসি।
এটাই চিরশ্বাশত এটাই সাতত্য....


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ