রাকেশ শর্মা




পোস্ট বার দেখা হয়েছে



নিখোঁজ


যে শহর উপন্যাসে শুধু বিরহ লেখে,
সে শহরে কবর চাইনা;
কবিতারা আড়াই গজ মাটিতে নয়-
আধ পেটা বৃদ্ধার হাসিতে বাঁচুক..

জীবন মরণের পাটিগণিত পাঁচমাথার মোড়ে ফেলে,
আয়ুরেখা বরাবর সন্তর্পণে বিড়ালের পা;
আনুষঙ্গিক বিবেকের আত্মহত্যা সত্যেও-
সত্যিরা চির সত্যি, বহমান অনুরণন..

ভোরের আগে ঘুমের দীর্ঘ হর্ণ,
সকাল হলেও রাত্রি আসেনা দূরপাল্লার লোকাল দেহে;
বিশ্বাসে বাঁধা প্রাণ ঘুমের ওষুধে ষ্টেশনের সাবওয়েতে শুয়ে-
জীবন উন্মুক্ত সময়ের পরিমাপ বোঝেনা..

জীবনের আর এক নাম লড়াই,
লড়তে হবে আমৃত্যু অশ্বত্থ বা কলা গাছের জীবন হয়ে;
ছাই হয়ে মিশে যাবে পলাশ, কৃষ্ণচূড়া, শিউলিরা-
কারো খোঁজ রইবেনা এ ধরায়..

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ