পারমিতা রাহা হালদার(বিজয়া)




পোস্ট বার দেখা হয়েছে





স্মৃতির পাতা
 

 
কথা ছিল একটা অঝোর বৃষ্টিদিন দেওয়ার,
বদলে পেলাম কিছু গুমোট বিকেল হাওয়ার।

ফিনিক্স পাখির গল্প থেকে কয়েক পৃষ্ঠা পরে,
দেখো তার কথাও লেখা আছে ঘোলাটে অক্ষরে ।

ঝাপসা স্মৃতির পাতা থেকে উদ্ভুত সব লেখা,
গভীর রাতে বারান্দা,মিস করছি ভীষণ একা।

মন কেমনের ঝাঁপির ভেতর ডুব দিয়েছে কাব্য গাথা,
কৈশোর তার উড়িয়ে ধুলো জমায় প্রবল স্মৃতির পাতা ।

স্মৃতির সাথে মনের বিবাদ দূর দেশেতে দেয় পাড়ি,
তোর কথা ভাবতে বসে সবার সাথে করেছি আড়ি।

পাতা ঝরা অবেলা,একলা কাঁদি  মননে স্মৃতি যন্ত্রণা,
স্মৃতির পাতায় রাখছি হিসাব অসহায় একাকিত্ব বিড়ম্বনা।

ছুঁতে চাওয়া স্মৃতি অবিশ্রান্ত ধারায় ভিজিয়ে দেয় মন,
শেষ বিকেল দিনান্তে আঁধার  নিরিবিলি মুহূর্তযাপন।

অপেক্ষারাও গুনছে সময় উপেক্ষা করেছে রপ্ত,
আজকে তবুও শেষের কবিতা রয়ে গেছে অসমাপ্ত।

ধূসর বিকেল স্তব্ধতা ভেঙে হঠাৎ ঝরালো শ্রাবণ,
বুকের ভিতর কান্না জমায় হলদে চিঠির কাহন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ