সুদীপা মন্ডল




পোস্ট বার দেখা হয়েছে


হলুদ বসন্ত

বসন্ত বল্ল এসে
চলো যাই আমরা ভেসে
ঐ দূরে মেঘবলাকার দেশে
যেথায়, আকাশ,নদী ইচ্ছামতো
মন হারিয়ে মেশে।
'তুমি পাগল অবশেষে',
বললাম আমি হেসে
আছে কি আমার সময়টুকু
যাব যে আমরা ভেসে,
জীবন ব্যস্ত এখন বড়ো,
নেই যে চালচুলো,
স্বপ্ন দেখার আছে কি সময়?
সবই যে এলোমেলো।
যদি একটু সময় পাই
স্বপ্নগুলো মনের মতো
সাজিয়ে নিতে চাই।
তখন না হয় এসো
আমায় ভালোবেসো
বন্ধনহীন গ্রন্থীর ন্যায়
আমায় নিয়ে ভেসো।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ