পৌষালী




পোস্ট বার দেখা হয়েছে




স্বীকারোক্তি


হ্যাঁ!! আমি প্রেমে পড়েছি ।।
এই মধ্যগগনে এসে আবার ষোলোর রোদ্দুরে ভেসেছি...
ছুঁয়েছি সেই অমল আলো, যা ষোলোকে বুঝিয়েছিল, তুমি এবার কুঁড়ি থেকে ফুল হয়েছো।।


হ্যাঁ!! আমি প্রেমে পড়েছি ।।
এই ফিকে মনের উঠোনে,
আবার রঙিন প্রজাপতির পাখনা মেলেছে।
ধূসরতা গেছে মুছে, এখন শুধুই সেই আঠারোর ঝকমকে বিকেল।


হ্যাঁ!! আমি প্রেমে পড়েছি ।।
এখন আমি চোখে চোখ রেখে বলতে পারি, তোমাকেই চাইইই
এখন ঠোঁটে ঠোঁট রাখার জন্য মায়ের মুখ ভেসে ওঠেনা
বড্ড বড় হয়ে গেছি, সাহসকে বাঁ পকেটে পুরতে শিখেছি।


হ্যাঁ!! আমি প্রেমে পড়েছি ।।
আমার অগোছালো, সাদামাটা,মধ্যবিত্ত বারান্দায়
হলুদ শৈশবকে ধরে রেখেছি, রোজ দেখি সেই হলুদ দিনগুলোকে।
একটু একটু করে সেই বর্ণময় শৈশবটুকুকে সারাগায়ে মাখি শীতের দুপুরে।


হ্যাঁ!! আমি প্রেমে পড়েছি ।।
শুভ্র মেঘের দিকে তাকালেই,
তোমার ওই টকটকে গোলাপি ঠোঁট মনে পড়ে যায়।
স্পর্শ করে আমার কুড়ির সোনালী ভেসে যাওয়া বিকেলকে।


আজ এই মধ্যবয়সে এসে, হ্যাঁ!! আমি প্রেমে পড়েছি ।।

বারবার প্রেমে পড়তে চাই
কখনো ষোলোর বিকেলকে, কখনো আঠারোর শীতের দুপুরকে, তো কখনো কুড়ির সেই ছাদের কোণে চিলেকোঠার নির্জনতাকে।


হ্যাঁ!! আমি প্রেমে পড়েছি...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ