সুমনা সেনগুপ্ত




পোস্ট বার দেখা হয়েছে





আমি না হয় তোমার উপসংহারেই থাকলাম


বাড়ির কাছে আজও সেই শিরীষগাছটা আছে?
যেখানে সবুজ ঘাসের বুনোটে হলুদ শিরীষফুলের মেলা থাকত,
যেখানে তুমি তোমার বন্ধুদের সাথে অপেক্ষা করতে
তোমার জিরিয়ে নেওয়া সময়গুলোর সাথে
কোন এক সরলগল্প তৈরী করার অনুভব নিয়ে।
যে গল্পে তোমার ভালোবাসাগুলো জাপটে ধরে থাকতো
আমার অপূর্ণ মনের স্বপ্ন বোনার কাজে।
পরিপাটি করে গুছিয়ে রাখা ভালোবাসার ঘর
তোমার হঠাৎ পাঠানো দমকা এক ঝড়ে এলোমেলো হয়ে গেলো।
আঘাতের কালশিটে নিয়ে বোবা মন চেয়ে থাকে
সেই শিরীষের তলায় ফাঁকা হলুদ বিছানার দিকে,
যেখানে আক্ষেপ গুলো আজও হয়তো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।
জমানো বোবা কান্নাগুলো মুখোমুখি করেছে তোমাকে আমাকে আবার,
বদলাতে চাইছে অনাদরের দিস্তা ভরা মন খারাপ গুলো।
আজ ছেঁড়া গল্পের মোড়ক গুলো ছুঁতে চায় মনকে তোমার,
সংযম ভেঙ্গে ছুঁতে চাও তুমি আমার মন।
সময়ের ঘর্ষণে জীবনের অক্ষরগুলো আজ দুই কবিতার সীমান্তে,
মাঝখানে দাঁড়িয়ে আছে বারণের ছায়া বিশালকায়।।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ