পরিতোষ জানা




পোস্ট বার দেখা হয়েছে


প্রত্যাশার রোদ্দুর



স্নিগ্ধ সকাল, ব্যস্ত দুপুর, ক্লান্ত বিকাল।
মুখর সন্ধ্যা  ,ঘুম ঘুম রাত
স্বপ্ন মধুর ----
জানালায় জোছনার দখলদারি দরজায় ঘুটঘুটে আঁধার।

অতীত নিরন্তর পায়চারি করে ঘরের ভেতর।
বর্তমান উঁকি মারে জানালায়।
দরজার ওপারে ভবিষ্যৎ দাঁড়িয়ে
ঘন অন্ধকারে।
স্বপ্ন হাঁটে মানুষের মিছিলে
আগামী প্রজন্মের দুধে ভাতে
থাকার কল্পনার সুখে।

ভাঙ্গা গড়ার খেলায় মাতে নির্ভেজাল স্বার্থ।
জাতি ও ধর্মের নিরিখে মানুষের মনে অঙ্কিত হয় পারলৌকিক তৈলচিত্র।

ক্ষমতার অলিন্দে নির্ভেজাল  স্বার্থের গোপন অভিসারে
জন্ম নেয় মুখোশধারী শয়তান।

স্বপ্ন বোনা সরল মুখে প্রেমের ছলে
চুম্বন অভিলাষে হানে বিষাক্ত ছোবল ।

চেতনার গোপন প্রকোষ্ঠে স্বর্গীয় পূর্ব পুরুষদের বিশ্বাস কথা বলে।
রক্তে মিশে থাকা আজন্মের সংস্কার
শরীরে রক্তের স্রোতে দুরন্ত ঢেউ তোলে।

বসন্ত আবীর ভুলে রক্ত মাখে।

বিষাদ সিন্ধু তরঙ্গ তোলে ভোরের নিঃশ্বাসে।
প্রত্যাশার রোদ্দুর ঢেকে দ্যায় সিন্ধু পারের কালো কালো মেঘ।
তবু, জাগরণী গান গেয়ে যায়
বৈষ্ণব বৈষ্ণবী আর ভোরের পাপিয়া।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ