সাপ্তাহিক সেরা - স্মরণ মজুমদার




পোস্ট বার দেখা হয়েছে

অভাবে ও বেঁচে থাকা
 স্মরণ মজুমদার 

অবাক হয়ে ভাবছি , এতো অভাব নিয়ে আমরা বেঁচে আছি কি করে ?? 

আমাদের খালিপেটে দু'মুঠো ভাতের অভাব। ভরপেটেও ! 

রুগ্ন হলে চিকিৎসার অভাব । চিকিৎসা সরঞ্জামের ও!  

আমাদের অস্ত্রের অভাব । 
না কেনার মানসিকতার ও ! 

আমাদের আদর্শের অভাব , আদর্শবাদের ও !! 

আমাদের মাথা গোঁজার ঠাঁই এর অভাব। 
সুদৃশ্য প্রাসাদেও ! 

আমাদের একটু ভালোবাসার স্পর্শের অভাব। 
চোখের জলের ও ! 

আমাদের অভাব সহমর্মিতা , সহানুভূতির ! 
অহিংসার ও ! 

আমাদের একটুখানি অধিকারের অভাব । 
অনধিকার বোধের ও ! 

আমাদের দায়িত্ব ও কর্তব্য বোধের অভাব । 
অন্যকে পালন করতে দেয়ার  বোধের ও !! 

আমাদের নিজেদের প্রতি শ্রদ্ধার অভাব । 
অতএব , অশ্রদ্ধা না করার চেষ্টার ও  । 

আমাদের শিক্ষা, সহিষ্ণুতা,  মনুষ্যত্বের অভাব । 
মান আর হুঁশের ও !! 

আমাদের বেঁচে থাকার জন্য একটুখানি সঞ্জীবনী শক্তির  অভাব ।  
মৃত্যুর পর সাড়ে তিন হাত মাটির ও ! 

মহামারীতেও দেখা গেল , পৃথিবীতে কত অভাব ! 
অথচ আমরা অনায়াসে বিবর্তিত হয়েছি , হচ্ছি স্বভাবে ,
রপ্ত করে নিয়েছি, নিচ্ছি  অভাবে বেঁচে থাকা ! 

একবার অভাবী জীবনে বাঁচতে শিখলে,  
মরার পরেও মারতে পারে এমন অসুখ কোথায় ??

আমরা অভাবী মানুষ, স্বভাবেই বেঁচে যাই , এভাবেই বেঁচে যাবো ।

ডারউইন জিন্দাবাদ । মানুষ জিন্দাবাদ ।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ