জয়তী




পোস্ট বার দেখা হয়েছে

"ক্রান্তিকালে,,
     জয়তী

হলুদ গাঁদার বনে খাঁখাঁ রঙের আলপনা,
হেমন্তের নকশিকাঁথা থেকে আজ চুরি- নবান্নের কল্পনা! 

ঘরের ভেতর খাঁচা -খাঁচার ভেতর পাখি জীবন;
ঘুঘুর মতো ডেকে যাওয়া - রাতের মতো নিঝুম দুপুর। 

এখানে হরেক বাজার- দূরের পথে মেলার গান, 
পুতুলের গায়ে পুতুল ছোঁয়ানো মানা- স্পর্শেরা আজ বেইমান! 

জলতরঙ্গ বাজে - বাজে বিষাদ বিন-
কাকে রেখে কাকে নেবো সাথে- ভাবছে বসে দিন। 

পাটভাঙা লাল শাড়িতে স্বস্তিকা দূরে থমকে! 
ক্রান্তিকাল উড়ছে- বৈশাখের রুদ্র নৃত্যে-

একটি মন্তব্য পোস্ট করুন

5 মন্তব্যসমূহ