শারদ সংখ্যা ২০২০ || কবিতা || পৃথা রায় চৌধুরী




পোস্ট বার দেখা হয়েছে


জাতিস্মর 
পৃথা রায় চৌধুরী

কত অক্ষর পাতবে নন্দিনী, 
আজন্ম লালিত বৃদ্ধ মহুয়া বন
সে বনে আসেনা ভীরু তপস্বী। 
ভয় উথাল পাথাল, ভয় খামোখা সরোবর
যেখানে পদ্ম পাতায় জল, যেখানে ভেসে ওঠে তোমার অসমতল।
বয়ে গেছে তিন প্রহর কাল, তবু সমতলের নিরাপদ আশ্রয়
নিস্তেজ অববাহিকার মাঝে রক্তধারা, 
চলে যাও ঋষি, দূরে যাও যতো পবিত্র মনোকায়। 
তোমার সাঁতারে লুকিয়ে গোখরো ফণা, 
নন্দিনী, তোমার সাঁতারে হলাহল
তুমি কখনও ভেবেছ কেমন সর্বনেশে
পদ্মপাতায় বিন্দুও টলমল।
সরে সরে গেছে বহু তালের পাতা, 
সরে সরে গেছে চাঁদ আঁচানো বাঁশের বন, 
ঘিরে ধরেছে পদ্ম কুঁড়ির ভাসন্ত মূল, দেখো... 
দেখো, সরে যাচ্ছে বৃক্ষ বল্কল;
প্রশস্ত ধারায় এসেছে নব্য ঋষি, 
নন্দিনী, তুমি আজও হলাহল?

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ