শারদ সংখ্যা ২০২০ || কবিতা || শ্যামশ্রী রায় কর্মকার




পোস্ট বার দেখা হয়েছে


রেসিপি  
শ্যামশ্রী রায় কর্মকার 

মানুষ জানার আগে মুখ আঁটা  মশলার কৌটোটি 
পরিমিত আচরণ, মন্দিরের শ্রীবিগ্রহ যেন 
ঢাকনা সরিয়ে নিলে মেথি , জিরে , কাশ্মিরী মরিচে
শিলে মিহি করে বাটা, সাঁতলানো সুখদুঃখদিন 
বসন্ত দুপুর হাওয়া, স্নানঘরে দারুচিনি  দ্বীপে
চৈত্র বিকেল জুড়ে জাফরান কথানদী ভরে
অযথা জোয়ার শব্দ, তনহা দিল খুলে ভেসে যাওয়া 
সারাদিন পাড় ভাঙা সুস্বাদ ও রঙের হুল্লোড়ে
প্রেমের ফোড়ন গন্ধ, খুনসুটি চিমটি ভরা হিং
কেউকেউ গোটা মশলা, নিভু আঁচে নেড়েচেড়ে নিলে
প্ল্যাটারে ইন্দ্রজাল, ইচ্ছেগুলো তার গার্নিশিং।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. অসামান্য প্রকাশ
    একরাশ মুগ্ধতা

    শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা

    উত্তরমুছুন