শারদ সংখ্যা ২০২০ || কবিতা || চন্দনা দে সিনহা




পোস্ট বার দেখা হয়েছে

বাউল মন
 চন্দনা দে সিনহা

আমি থাকি উদাস মনে কোথায় আমার আপন মুখ
ভাবিস তোরা ভাবিস বসে একলা থাকার কতই সুখ।
যখন আমি একলা থাকি
তখন আমি বধির -মূক
কান্না আমার উথলে ওঠে
দুঃখের ঢেউয়ে আমার বুক।
দুইটি পাখি পাশাপাশি
ঝাপটে ডানা আপন মনে--
তাকিয়ে থাকি উদাস চোখে
ঘরের ভিতরে ঈশানকোণে।
বাউল মন গাইতে থাকে---
''আয় ছুটে আয় ডাকছি তোকে----
কোথায় তোরা গেলি সবাই
একাই আমি যাচ্ছি বকে'' ,
রাতের পাখি আমায় ডাকে--
বলে''ঘুম নেই তোর উদাস চোখে-
বসে বসে ঢুলতে থাকো
একলা কথা কইতে থাকো
একা একাই যাচ্ছো বকে''
বেশ করেছি, যা তুই এখন
বক বকিয়ে মাথা খাবো
সকাল, দুপুর যখন তখন,
মনের মাঝে পিড়ী পেতে
বসবি তুই সারাক্ষণ,
আমার সাথে ঘর বাঁধবি
দুঃখ রাতের সঙ্গী হবি 
বাজবে যে ধূণ মনবীনায়-
হাজার নূপুর বাঁধব পায় 
আয়না সবাই নাচব আয়
খুশীর ঘুঙুর বাজবে আয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ