শারদ সংখ্যা ২০২০ || কবিতা || ডাঃ স্বস্তিকা সেন




পোস্ট বার দেখা হয়েছে

জলছবির দেশে
ডাঃ স্বস্তিকা সেন

জলছবির দেশে তুই চিত্রনাট্য এ কোন ভুল, 
আমার কল্পনাতে এ আবৃত্তি আঁকে।

এই ছিল নাকি সুর ছিল একই টানে, 
আজও সে সুরে গভীর কোন গানে?

সে দেশেতে তোমার বিচরণ মজে ছিলাম ভুলে, 
নাকি সেসব কেবলই আমার মনের আস্থা।

ক্যানভাসেরও রঙ-তুলিতে তুমি ছিলে,আছো,থাকবে। 
এ জলছবি নিছকই এক স্বপ্নের ভঙ্গিমা।

কখনো দূরে,কখনো কাছে,আস্থা পরিহিত মনে
অভিমানরত অপেক্ষা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ