শারদ সংখ্যা ২০২০ || পত্রিকা সংবাদ || বোধশব্দ পত্রিকা




পোস্ট বার দেখা হয়েছে

 বোধশব্দ পত্রিকা 

বছরে একটিই সংখ্যা প্রকাশিত হয়। সাধারণত কবিতাকেন্দ্রিক নির্দিষ্ট বিষয় ভিত্তিক কাজ করা হয়। বিচ্ছিন্নভাবে গল্প-কবিতা ছাপা হয় না।

গত সংখ্যার (জানুয়ারি ২০২০) বিষয় ছিল 'কবিতার মেরামতি'। রইল সংক্ষিপ্ত বিবরণ।

কবিতার কাটাকুটি। কবিতার পরিমার্জন। কবিতার সম্পাদন। লেখালিখির ভিতরঘরের এইসব কথা নিয়েই গড়ে উঠেছে ‘বোধশব্দ’ পত্রিকার সর্বশেষ সংখ্যাটি।

একজন কবি, তাঁর লেখাটি হয়ে যাওয়ার পর ফের তার কাছে ফিরে যান; নানা রকমের কাটাকুটি, পরিবর্তনের রাস্তায় হাঁটেন। আবার কখনো এসব কিছুই করেন না, তাঁর প্রথম ড্রাফ্‌টটিই হয় চূড়ান্ত। কখনো আবার পত্রিকার সম্পাদক, সংকলনের সম্পাদক কবির লেখার উপরে কলম চালান। এই যে একটি লেখার বদলে যাওয়া, হয়তো এক পরম রূপের কাছাকাছি পৌঁছোতে চাওয়া, কিংবা আরও নানা কারণ ও সমীকরণ থেকে যায় তার নেপথ্যে – এইসব নিয়েই এই ‘কবিতার মেরামতি’ সংখ্যা। 

যোগাযোগ:

৪৭/১ ষষ্ঠীতলা লেন

ভদ্রকালী, হুগলি

সূচক: ৭১২ ২৩২

পশ্চিমবঙ্গ

চলভাষ: ৯৩৩০৯ ৪৪৪৪২

bodhshabdo@gmail.com

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ