শারদ সংখ্যা ২০২০ || কবিতা || কাকলী দাস




পোস্ট বার দেখা হয়েছে

মুখোমুখি
কাকলী দাস

বেঁধে রাখতে চাইনি আমি
 আপন হয়ে থাকবে জানি
 দিয়ে ছিলাম  হৃদয় খানি
ভাঙবে তুমি তা ভাবিনি।

অবহেলা অনেক খানি 
ছিল তোমার বুঝি আমি
মানিয়ে নেবে  জানি তুমি
নিজের ভুল বুঝবে জানি।

এমনি করে সময় কাটে
ব্যস্ত তুমি নতুন খোঁজে
হারিয়ে গেলাম আমি নিজে
তোমার থেকে অনেক দূরে।

খুঁজে আমি পাইনি আজো
 আমার  দোষ কি ছিলো
 স্বপ্ন আমার কেন বলো 
এমন করে হারিয়ে গেলো।

সহজ সরল  একটি মেয়ে
ফুলঝুরি তার ঝরতো মুখে
আজকে যেন কেমন করে
হারালো সব জীবন থেকে।

ভালোবাসা অনেক দামি
এই কথাটা আরনা মানি
মুখোশে ঢাকা মুখ খানি
ওটাই এখন বড্ড দামি।

ভালোবাসা আর মুখোশ খানি 
আজ দুজনে মুখোমুখি
সময় দেখি দেখায় কি?
সত্যি কারের কোনটা দামি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ