শারদ সংখ্যা ২০২০ || কবিতা || নির্মাল্য মুখোপাধ্যায়




পোস্ট বার দেখা হয়েছে


সন্ধের হাঁটা পেরিয়ে
নির্মাল্য মুখোপাধ্যায়

নিজের কাছে রেখে দিই মুগ্ধতা।
জানাই না।
এই মাটি দেখার নেশায় আজো আমি
গ্রামের খালের পাশে এসে দাঁড়াই।
আরেকটি শীত চলে এল।
কলমিলতার বন,শাপের শঙখ 
সন্ধের পৃথিবী পেরিয়ে হাঁটতেই থাকি
ধূপ জ্বলে মাথায়,
চুল থেকে পবিত্র ধোঁয়া
এই মহানভ অঙ্গন ভরিয়ে রেখেছে

ভালোবাসি,বলতে পারিনা
চোখের ওপারে দুটি চোখ
নীরবতা, সে আমার ধ্বনি...

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ