শারদ সংখ্যা ২০২০ || কবিতা || শিবাজী সান্যাল




পোস্ট বার দেখা হয়েছে


ভৈরবী
শিবাজী সান্যাল

চারদিক  নিস্তব্ধ , একলা অন্ধকার ঘরে
এপাশ ওপাশ করি, পারি না ঘুমোতে
যত কিছু পুরোনো স্মৃতি মিছিল করে আসে
সুখের, দুখের, অভিমানের ,অপমানের
সফলতা আর ব্যর্থতার যত কাহিনী ,
           নিতান্তই  অর্থহীন  এই নিশুতি রাতে । 

জল খাই , জোড় করে ভাবি সনাতন কথা 
দুচোখ বন্ধ করে চেস্টা করি
            যা কিছু শুনেছি ঘুমের  প্রক্রিয়া 
না , তবুও ঘুম ফেরার কোথায় । এ বড় 
            কষ্টকর সময় আমার । 

রাত কেটে গেল , পাখিদের শোরগোল । 
খুলে দি দখিনের জানালা । সামনেই অপরাজিতা 
একরাশ সবুজ ছড়ানো , আকাশে ছেড়া মেঘ
বর্ণালী রাঙা , শান্ত অরুণোদয়ে । ঠিক তখনই
শুনি এক ভৈরবী সুর , প্রভাতের শুদ্ধতায়
বাতাসের সাথে মিশে তরঙ্গের লহমায় । 

কে তোলে এই মায়াময় সঙ্গীতের মূর্ছনা ?
কী নাম তোমার ? তুমি কি নীলাঞ্জনা ?

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ