শারদ সংখ্যা ২০২০ || কবিতা || বাগাম্বর জানা




পোস্ট বার দেখা হয়েছে


শরৎ
বাগাম্বর জানা

জনক সূর্য প্রদক্ষিণ করে চলেছে আত্মজ গ্রহকুল
জন্মলগ্ন থেকে ৷ ব্যত্যয় হয়নি কখন ও ৷
ছয় ঋতু আবর্তিত হয় সময় কক্ষপথে ;
আয়ুষ্কাল দুই মাস , হেরফের কখনো সখনো ৷
প্রকৃতির ক্যানভাসে ফুটে ওঠে চিত্রমালা ;
রুদ্র তাপস বৈশাখ , রুক্ষ জটাজাল , বন্দি
অগ্নি গুহায় ধরা , বর্ষার নূপুর  নিক্কনে রসবতি মাটি
শ্যামলে শ্যামলা | সরিয়ে ওড়না কালো ঘোমটা ,
নীলাকাশে নীল মাপে বক সাদা মেঘ ,
অরুন আলোর অঞ্জলি , শরৎ হাজির |

নদী জল টলটল , মাঠে ঝিলে শাপলা ,
ঠোঁটে মাছ গাঙচিল , চাঁদের ওম মেখে শিউলী
প্রভাতে ঘুমায় ; কাশরানী
সাদা শাড়ির আঁচল তার উড়ায় হাওয়ায় ,
সবুজ ধান ; ফাঁদ পেতে শত্রু মেরে ঊর্ণনাভ খায় ,
অকুল সাগর উদাসী মাঝি ভাটিয়ালী গায় ;
গুনগুন অলিবউ , রঙিন পাখনা মেলে প্রজাপতি ধায়
এ ফুল সে ফুল ; এলোরে শরৎ , বহে হিম বায় ৷

মহালয়ার পুণ্য প্রাতে , দিক দিগন্তে আগমনী সুর ,
দুর্গা দুর্গতি নাশিনী দশভুজা মহামায়া মহিষাসুর
মর্দিনী জগজ্জননী মন্ডপে মন্ডপে , শিব ঘরনী ,
ঢাক কাঁসির বোলে মাতে আলোকিত ধরনী ,
চিন্ময়ী মৃন্ময়ী , দুষ্টের দমন শিষ্ট পালন কারিনী |

পূজা এলে বাপের বাড়ি , বৎসরান্তে ছেলে মেয়ে উমা ;
দু চোখে শ্রাবণ , বুকে চাপে মেয়ে , কপালে চুমু , মেনকা মা ;
মা মেয়ের মিলন ছটা বাংলায় বারেবার ,
ভালো থাকিস মা ৷ আসিস আবার ৷

শরৎ আসে ,         পূজা পূজা গন্ধ আসে ,
কাঁসর বাজে          ঢাক বাজে ঘন্টা বাজে ;
রুইদাসরা অন্ধকারে মরে
সাদা ভাত চোখে ওরা কতদিন দেখেনি ;
রাইমনিরা শরীর ফিরি করে --
সন্তানকে কতদিন স্তন দিতে ওরা পারেনি ;
অষ্টমীতে                         জ্যান্ত দুর্গা বলি
দশমীতে                          রক্তের রঙ্গোলি ;
শরৎ আসে                      শরৎ যায়
পূজা আসে                       পূজা যায়
              সময় পরিক্রমায় --
মানুষ  সব ভুলে যায় ৷

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ