শারদ সংখ্যা ২০২০ || কবিতা || এ কে আজাদ




পোস্ট বার দেখা হয়েছে


পরিব্রাজক
এ কে আজাদ

এই মৃত শহরকে কাঁধে নিয়ে আমি হেঁটে যাবো আমার অভীষ্ট গন্তব্যের দিকে।
আমার পায়ের নিচে সর্পিনীরা শ্বাস ফেলে,
বাঘের থাবা ছুটে আসে থ্রি ডি মুভির মত,
তবুও আমি হেঁটে যাবো। 
আমার চারপাশে গোল মাথাওয়ালা নতমুখী কিছু বিড়াল পা জড়িয়ে ধরে,
ওরা জানে না - আমার গন্তব্য শাশ্বত সেই বাগান, 
যেখানে মানুষের ভালবাসায় হাজারও ফুল ফোটে,
যার তলদেশ দিয়ে বয়ে যায় ঝর্ণাধারা;
তবুও আমি হেঁটে যাবো, সেই গন্তব্যের দিকে।

নকশীকাঁথার মতন সুচিতে আমার নাম লেখা আছে
সেই বাগানের গাছে গাছে,
আমি তো অন্ধারের ভেতর আলো দেখি,
জলের ভেতর খুঁজে পাই মুক্তোর কারুকাজ।
আমাকে চলতেই হয় নিঃশঙ্ক চিত্তে,
ভেঙে ফেলতে হয় মস্তিষ্কের বৃত্ত।
আমাকে ভালবাসতে হয় রাম রহিম ও জনকে,
বিশেষ এক বর্ণিল রঙে রাঙাতে হয় এই মনকে;
আমি তো সেই রঙেরই প্রেমিক।

আমি তো সেই পাখিরই গান, যে পাখির কোন দেশ নেই, সীমানা নেই, যার সামনে কেবল মুক্ত আকাশ,
যার পাখায় কেবল একই পৃথিবীর বাতাস।

সেই সর্বব্যাপী জীবনের পথে আমাকে চলতেই হয়,
কেননা আমি তো এই সবুজ পৃথিবীর কেবল এক নির্মোহ পরিব্রাজক।

একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ

  1. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  2. আমি হেঁটে যাবো শাশ্বতের পথে
    যতই বাধা আসুক
    মায়া পা জরিয়ে থাকুক
    কয়েক টা লাইনে অসাধারণ ভাবে ফুটিয়ে তুল্লে পরিব্রাজক বিবেকানন্দের শিকাগো সম্মেলনের ভাষণ

    উত্তরমুছুন