শারদ সংখ্যা ২০২০ || কবিতা || দীপশিখা চক্রবর্তী




পোস্ট বার দেখা হয়েছে


সমর্পন
দীপশিখা চক্রবর্তী  

আজ আকাশটা ভীষণ মেঘলা,
রাত থেকেই জেগে থাকা মেয়েটা লুকিয়ে যাচ্ছে একটু একটু করে,

স্বপ্নগুলো একা আকাশের গায়ে সময় লিখছে শুধু,

ভালো থাকার ভান করতে করতে বন্দী হয়ে যাচ্ছে উন্মাদনা, অন্ধকারের কাছে সমর্পন করা সমস্ত সুর;

বিচ্ছিন্ন মেঘগুলো শুধু কাঁপে,
তারা আওয়াজ করতে শেখেনি,

হঠাৎ তুমি পাশে এসে বসলে,
বললে, "একটা কবিতা লেখো আজ রাতে,
যে কবিতা জুড়ে থাকবে তুমি, আস্ত একটা তুমি।"

স্পর্শহীন ভালোবাসা আদতে কি, বুঝেছিলাম সেদিন;

কারণে অকারণে মুহূর্তের ঝড়,
তছনছ আবেগের সংযম,
পুড়ছি আমি, পুড়ছে আমার খেলা-খেলা অস্তিত্ব ;

অথচ দ্যাখো, চাইলেও পাখি হতে পারি না,
লিখতে পারি না সেই সর্বনাশী কবিতাটাও;

জানি না কেন, রোজ রাতে কাব্য এলে,
তুমি নীরব হয়ে ওঠো!
প্রেম ভালোবাসা ছুঁয়ে যাবে ভেবে পাথর সেজে ওঠো!

তবুও ঠিক লিখবো,
রাত জাগা পাখির মতোই,
স্পর্শহীন এক 'আমাদের' কবিতা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ