শারদ সংখ্যা ২০২০ || কবিতা || সুমন্ত কুন্ডু




পোস্ট বার দেখা হয়েছে


প্রতিরাতে
সুমন্ত কুন্ডু

মধ্যবিত্ত গৃহস্থের কার্নিশ থেকে

ঝুপ করে লাফিয়ে নামলো একটা কালো বেড়াল

তখন গভীর রাত –

ঘুম চাদরে মুখ ঢেকেছে কর্মক্লান্ত মধ্যবিত্ত মানুষগুলো

বেড়ালটা নিঃশব্দে নামলো

গলির পাশের আলো-আধারি পথটুকু অতিক্রম করল সন্তপর্ণে ।

কেউ পথ কাটল না তার

মধ্যবিত্ত পাড়া এখন বিশ্রামের কোলে অবচেতন ।

গলি পেরিয়ে মোড়

বেড়ালটা এসে পৌঁছাল বড় রাস্তায় ।

আলো ঝলমল রাজপথ

যেখানে কবি আর গণিকারা একসাথে দাঁড়ায়

যেখানে দ্রুতগতির গাড়ি শীততপ্ত শরীর বয়ে

 সাঁ সাঁ করে ছুটে যায় অট্টালিকায় ।

এখানে মধ্যবিত্তের বেড়ালটা ঠায় দাঁড়িয়ে রইল সারারাত

তারপর সকালের আলোয় বিদায়ি চাঁদের মতোই

ফিরে এলো নীরবে, আশ্রয় নিলো আবার মধ্যবিত্তের কার্নিশে

আবার আগামী রাতের জন্য ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ