শারদ সংখ্যা ২০২০ || কবিতা || অর্ণব রায়




পোস্ট বার দেখা হয়েছে

'ভগবানের অংশ'
অর্ণব রায়

অপ্সরা আঁখি আধঘুমে আঁকি, অভিসারি আলো আসে,
ভাসমান ভোরে ভূষণকঠোরে, ভ্রমিতে ভালোবাসে।

রূপম রিক্তে রূপক রাঙালে,রুদ্র রক্তকোমল রাগে,
মাতৃসম মায়াবরণীতে মহীরুহ মাটি জাগে।

কুঞ্জ কোমলে ক্রুদ্ধ কিশোরী ,কম্পিত গৃহকোন,
দীপ্তির দ্বারে দাম্ভিকস্বরে দেখিয়াছে দর্পন।

বরেণ্য বেগে বেবাগী বহিয়া ,ব্যবহার যেন বীর,
তুমি গহনস্বপনসঞ্চারিণী ,গরিমায় গম্ভীর।

নিদারুন নীলে নিভৃত নিখিলে ঈশ্বর তুমি প্রিয়,
শয়ন স্বপন ছাড়ি, সংকট সংহারি ,একটু জায়গা দিও।

পার্বতী তুমি প্রাণসখা মম ,করো কৈলাসে অধিবাস,
নীহারিকা থেকে আলোকবর্ষ জুড়ে থাকো বারোমাস।

নবগ্রহ হতে নিঃশ্বাস নাও,চন্দ্রিমা হয়ে জ্বলো,
সূর্যের সাথে ভাতমুড়ি খাও ,দ্রাঘিমার সাথে চলো।

বিশ্বভুবন তোমার প্রিয় ,তোমার মুঠোয় সব,
তুমি প্রকৃতির পরে বিশ্বরূপের ভান্ডারী অবয়ব।

তোমার ঘুমের বেরাজাল থেকে অবিরত স্নেহ আসে,
মিশে যায় এই জীবজাগতিকে,অলীক আত্মপ্রকাশে।

বর্ণের সব বর্ণনা তুমি,তুমি লেখনীর কলরব,
তোমার মতোই সতী পেয়ে শিব করেছেন তান্ডব।

একান্ন পীঠ ভাগ করি দিলো ,একান্ন দিকে শেষে,
আমি দেখি সেই একান্ন পীঠ ,কেবল তোমার মধ্যে মেশে।

ভাগ্যের পরে বিধাতা যে তুমি, মৃত্যুর পরে ঘ্রান,
ত্রিংশতি কোটি বিশ্বের তুমি প্রজন্ম তথা প্রাণ॥

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ