শারদ সংখ্যা ২০২০ || কবিতা || রিয়া চক্রবর্তী




পোস্ট বার দেখা হয়েছে


নার্সিসাস
রিয়া চক্রবর্তী 

তোমায় যে কথা বলা হয় নি,সে কথা বলতে চাই। জানো, গ্রীসের নদীর দেবতা সেগিসাস আর জলদেবী লেরিওপের সুদর্শন সন্তান, নার্সিসাস। তাকে দেখিনি আমি। আমি তো দেবী ইকোও নই। তবে বিশ্বাস করো তুমি, যখনই আমি তোমার ছবি আঁকতে চেয়েছি বারবার মনে  পড়েছে তার কথা!

নার্সিসাস! ওহ নার্সিসাস! 

সে কি তোমার চাইতেও বেশি সুদর্শন ছিলো? সে কী ছিলো সুঠাম, সুপুরুষ? তুলি হাতে বসে আছি আমি। ক্যানভাসে রঙ ছোঁয়াতে গিয়েও থমকে যাচ্ছি। অস্থির হয়ে উঠছি। তোমার চোখ দুটো, কিছুতেই ক্যানভাসে আনতে পারছিনা আমি। তবে কি ভালবাসা মিথ্যে!

নার্সিসাস! কী প্রচন্ড পৌরুষ তার! 
 
তবুও বসেছি,পরম মমতায়, সমস্ত ভালোবাসা আমার দুচোখে নিয়ে। বসে আছি। তোমার উদ্ধত চোখ,তোমার ঠোঁট, সব এতো অচেনা লাগছে কেন? তবে কী তোমার ভালোবাসাও মিথ্যে!

নার্সিসাস! কি প্রচন্ড মোহনরূপ! 

নাহ্, আমার যাদুর স্পর্শে প্রাণ প্রতিষ্ঠা করিনি। ক্যানভাসে  আমার আঁকা ছবির মাদকতায় বারবার ডুবেছি আমি। গভীর থেকে গভীরে। বিহ্বলতায়।  আর শিউরে উঠেছি বারবার। 

নার্সিসাস! প্রেমিক নার্সিসাস! 

 প্রতিহিংসার আগুন থেকে বাঁচাতে প্রাণপণ চেষ্টায় আড়ালে রেখেছি আমি সেই ক্যানভাস!

প্রিয়তম আমার!

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ




  1. অসামান্য ভাবনার প্রকাশ
    মুগ্ধ...

    শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা

    উত্তরমুছুন