শারদ সংখ্যা ২০২০ || কবিতা || শিবানী বাগচী




পোস্ট বার দেখা হয়েছে


 ললাট লিখন
 শিবানী বাগচী

প্রত‍্যাশার বুক চিরে বিষন্নতার কালো ধোঁয়ায় জড়ানো মৃত‍্যুর কালো রাত্রিকে হারিয়ে,শান্তির পরমায়ুতে নতুন ছন্দে সজীব হোক ধরিত্রি,মহামায়ার আগমনে

শতাব্দীর নব পত্রিকায় লিপিবদ্ধ হোক আগামীর কাঙ্খীত অধ‍্যায় বিশ্বের আঙিনায়!

নীল নিঃশ্বাসে প্রতিদিন সূর্য গ্রহনের আঁধার মিশছে,বিষ ছোবল দানবের আগ্রাসী হা হা শব্দে।

পায়ে পায়ে মৃত‍্যু মিছিলের কপাটে দস্তক দিচ্ছি রোজ নিজেরই নামে,অন্তঃমিলের দাঁড়ি কমা সেমিকোলনের খোঁজে হঠাৎ অবাক বিস্ময়ে!

শব্দের লাশ আজ যত্রতত্র আঁচড় কাটে বিষ নখ হিংস্রতায় অচেনা পথের বাঁকে;আর সন্ধ‍্যে হাঁটে ঘণ আঁধার রঙা পর্দা ছড়িয়ে।

জলন্ত মৃত‍্যুর স্তুপে অপ্রাপ্তির ললাট লিখন ছিনিয়ে নিচ্ছে জনপথ থেকে রাজপথে পড়ে থাকা দুচোখের এক ঝাঁঁক আশমানী ঘুম।

জীবাণুতে জড়ানো শরীর,ঘর বন্দী দশায় দূষণ মুক্ত আকাশের শূন‍্যতা ছুঁয়ে এক গুচ্ছ অভিমানে মুখোসে আড়াল তুলে।

আপেক্ষিক সম্পর্কের ভাঁজে আজ সে অজান্তেই মরিচিকা মোহে বিবস্ত্র দেহে খুঁজে নেয় তার শেষ অদৃশ‍্য ঠিকানাটা ২০২০দু হাত তুলে।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ