শারদ সংখ্যা ২০২০ || কবিতা || ডাঃ সঞ্জয় কুমার মল্লিক




পোস্ট বার দেখা হয়েছে

আমি অসহায়, আমি নিরুপায়
ডাঃ সঞ্জয় কুমার মল্লিক

চারিদিকে হাহাকার,
দিশেহারা সাধারণ মানুষ থেকে 
নাটের গুরু যত রাষ্ট্র নায়কেরা।
খুনোখুনি হানাহানি।
ক্ষমতার বড়াই শুধু।
দখলদারির নেশায় দীর্ঘদিন মত্ত ছিল অনেকেই। 

হাজার হাজার শত্রুর মোকাবিলায় একদিন বুঝেছিল মানুষ, জোটবদ্ধ হতে হবে।
সুদূর অতীতে!
তারপর শুরু হয়েছিল পথ চলা একসাথে।
সৃষ্টি করে ছিল সমাজ,সঙ্গবদ্ধ জীবন।

একদিন খুন,ধর্ষণ,চুরি,হিংসার কাছে
পিছু হটল সভ্য সমাজ।
পরিণাম,বেঁচে থাকা কিছু অসভ্যের করুণায়।
মনে ভয় নিয়ে,কি জানি কখন কি হয়!
মানুষ হয়েছিল দিশেহারা।

জাগতিক নিয়ম,সামাজিক সৃষ্টাচার
ভুলণ্ঠিত প্রায়,
ঘুন ধরেছিল বাস্তুতন্ত্রের পিরামিডের কয়েকটা স্তরে।
মানুষের জীবনযাত্রা যেখানে অনেকটা বেহিসেবি।
সভ্যতার নামে চলছিল শুধুই সবুজ,
সুস্থ সভ্যতা নিধন।

আমি অসহায়, আমি নিরুপায়!
ঘুনধরা স্তর সারাতে আমি বদ্ধপরিকর।
এ জগৎ আমার,একে রক্ষা করার দায়িত্ব আমার।
গৃহবন্দী থেকে কিছুদিন,আবার পারিবারিক হতে হবে।
তবেই আপন করে নেবে,আমার বাস্তুতন্ত্র পরিবার।

আমাকে তোমরা যে নামেই ডাকো না কেন,
প্রকৃতি,কিংবা ভগবান।
আমি আশ্রয়দাতা, আমি মঙ্গলময়।
অন্যায়ে আবার আমিই নটরাজ।
জগতের ন্যায় প্রতিষ্ঠায় আমি,বদ্ধপরিকর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ