শারদ সংখ্যা ২০২০ || কবিতা || শ্রাবন্তী সানা




পোস্ট বার দেখা হয়েছে


 জীবন 
 শ্রাবন্তী সানা

জীবন মানে কারো কাছে কাঁধেচাপা নিকোটিন, 
অথবা স্পষ্ট চোখ মেলে দেখা রঙিল স্বপ্নময় দিন

জীবন মানে অসৎ উপায়ে ভালো থাকার চেষ্টা, 
অথবা দিন শেষে ক্লান্ত কৃষকের পানির তেষ্টা

জীবন মানে কেবল সীমাহীন অর্থের প্রাচুর্য, 
অথবা দুচোখে উপভোগ করা আস্তগামী সূর্যের সৌন্দর্য

জীবন মানে ধনী ছেলের টাকার মূল্যে ডিগ্রী কেনা, 
অথবা মেধাবী কিশোরের ফুটপাতে পরে থাকার যন্ত্রনা

জীবন মানে সভ্যতার এক অত্যাচারে গণজাগরণ, 
অথবা অবুঝ বারান্দাকে সঙ্গী করে স্মৃতিচারণ

জীবন মানে বাস্তবের ফাঁকে রঙিল স্বপ্ন বোনা,  
অথবা রোজরাতে নিস্তব্ধ সাদাকালো সময়ের আনাগোনা

জীবন মানে পত্রিকার ওই ছোটো শিরোনামে আত্মহত্যা, 
অথবা মৃত্যুর সামনে দাঁড়িয়েও অন্যের মুখে হাসি ফুটিয়ে তোলা

" জীবন মানেই তো নিরাপদে ভালো থাকার চেষ্টা 
            ভালো থাকতে কে না চায়... 
                আমরা যে অভ্যাসের দাসত্ব "

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ