শারদ সংখ্যা ২০২০ || কবিতা || অজিত বাইরী




পোস্ট বার দেখা হয়েছে

কুড়ানি   
অজিত বাইরী

আজ মহাষ্টমী, আজও কুড়ানি
বেরিয়েছে কাগজ কুড়াতে।
পিঠে ঝোলা, জঞ্জালের স্তূপ ঘেঁটে
এখান থেকে ওখান থেকে
টুকরো কগজ তুলে ভরছে ঝোলায়।

সংসারের এমনই হাঁ- মুখ,
আর পোড়া-পেটের এমনই চাহিদা,
আজকের দিনেও না- বেরুলেই নয়।
কাগজ কুড়িয়ে আর কাগজ বেচে
ক'পয়সা জোটে? তবু
সেই যৎসামান্য উপার্জনটুকু থেকেও
বঞ্চিত হতে  নারাজ।

চাদ্দিকে কত রঙের বাহার,
প্যাণ্ডেলের আর প্রতিমার সাজসজ্জা।
কত মানুষের কতরকম পোশাকের
চাকচিক্য, জৌলুস।
তার পরণে আধময়লা ছেঁড়া শাড়ি---
এর ওর থেকে চেয়েচিন্তে
কোনমতে জোড়াতালি দিয়ে
পেঁচিয়ে পরেছে কোমরে। 

অভাব এদের চিরসঙ্গী; 
আলোর জোয়ারে শহর ভেসে গেলেও
এদের মুখের মলিনতা ঘোচে না;
স্বয়ং ঈশ্বর চোখে-মুখে এঁকে দিয়েছেন
চিরবিষাদ।

প্রকৃতির নিয়মে শিউলি ফোটে
পদ্ম ফোটে দিঘির বুকে
কাশবনে চামর দোলায় হাওয়া---
এদের কোন আনন্দ নেই, উচ্ছ্বাস নেই;
এরা শুধু দুঃখী কাগজ-কুড়ানি।

মণ্ডপে মণ্ডপে ঢাকের বাদ্যি
বাতাসে ধূপ ধুনোর গন্ধ---
কিছুতেই মন লাগে না।
দিনের শেষে ক' পয়সা জুটবে
সেই ভাবনাতেই কাতর।

এত আলোর জৌলুস চাদ্দিকে---
চোখে পড়ে না।
এত ঢাকের বাদ্যি এখানে ওখানে---
কানে বাজে না।
কুড়ানি জানে, পুজো তাদের জন্য নয়।
নতুন পোশাক না, ভরপেট খাবার না---
বছরের সব ক'টা দিন একইরকম
কষ্টের আর দুঃখের।
সমাজের কাছে, সভ্য মানুষের কাছে
এদের একটাই পরিচয়,
এরা শুধু কাগজ- কুড়ানি।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ