শারদ সংখ্যা ২০২০ || কবিতা || ডাঃ এ এম আসিফ রহিম




পোস্ট বার দেখা হয়েছে


 স্মৃতিচিন্থ 
 ডাঃ এ এম আসিফ রহিম 

কিছু স্থবির বিবর দাঁড়িয়ে থাকে ---
মাটির বাঁধনে কল্পিত সব শৈল্পিক ছোঁয়ায়!  
ঠিকরে পরা চোখের তারায় প্রতিশোধ আঁকে
আর একে একে বধ করে সব অশ্রুভ চক্রের সোপান। 
রক্তমাখা পায়ে তীর শলাকায় ---
বিদ্ধ করা অসুর হৃদয়ের কুৎসিত সব বাগান..। 
এভাবেই সব কবিতারা উঠে আসে মাথায়, 
পৌরাণিকতা থেকে যুগের পরিক্রমায় ঢুকে যায় জীবনের ঘরে। 
উৎসবের উচ্ছ্বাসী আনন্দে নারী পুরুষের ভিড় ঠেলে,
অচ্ছুৎ কিছু বিকৃত কামনার ছোঁয়া লাগে কদাকার হাসির তোড়ে। 
ভুলুন্ঠিত বাস্তবতার নারী চুলের ঝুটি ধরা অপমানে ---
বস্ত্রের আড়ালে চলে দস্যিপনার আঁচড়
কল্পিত সব হাতের ফাক গলে তবু কিছু আবেগ 
কিভাবে যেন ঢুকে যায় ভক্তির আবেশে..। 
অপেক্ষার সিঁড়ি বেয়ে কাশফুলের শুভ্রতায় 
জলে ভরা কাজলদিঘির বুকে নৌকার পালে, 
অবিশ্বাসী কিছু আচার আচরণের ভীড়ে
দেদারসে চলে অবাধ মেলামেশার তুমুল নাচে বাদ্যবাজনার খেলা। 
দিনশেষে গোধুলির অস্তরাগে কেঁদে কেটে ভাসিয়ে দেয়া পুকুরে ---
জীবন সায়াহ্নের কোলে এতটুকু কিছু স্মৃতিচিহ্ন রেখে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ