শারদ সংখ্যা ২০২০ || কবিতা || স্মৃতি সাহা চৌধুরী




পোস্ট বার দেখা হয়েছে


অচেনা
স্মৃতি সাহা চৌধুরী

 আজ আকাশের দিকে শুধু চেয়ে চেয়ে দেখি |
  কিছু খুঁজে বেড়াই  | 
  ওই সুদূরের নীলে মিশে একাকার হয়ে যাই |
  যেনো কোনো অজানা দেশে পৌঁছে গেছি |
  কিছু খুঁজে না পাই |
  সব যেন অচেনা অজানা স্বপ্নময় সে দেশ |
  সেখানে স্বপ্নেরা ডানা মেলে ওড়ে |
  তারা নাগালের বাইরে অনেক অনেক দূরে ভেসে যায় |
  পিছু পিছু ছুটে যাই  | হাপিয়ে যাই | 
  ভয় হয় বড় ভয় হয় মনে  |
  যদি পথ হারিয়ে ফেলি |
  স্বপ্নের মেঘেরা অনেক অনেক উঁচুতে বরফের দেশে
  চলে যায়  | 
  ভয় হয় , বড় ভয় হয় মনে |
  যদি কঠিন শীলা হয়ে সজোড়ে আঘাত করে |
  যদি টুকরো টুকরো করে ভেঙে চুড়মা়ড় করে
  দেয় সব ||

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ